বাংলাদেশে এবার প্রকাশ্যে সভা করল চরমপন্থী সংগঠনগুলি। ঢাকার রাজপথে স্লোগান উঠল, তুমি কে আমি কে, জঙ্গি জঙ্গি। গত শুক্রবার নমাজের পর হিযবুত তাহবির, উইলায়াহ বাংলাদেশ, আনসার আল ইসলাম এবং জামায়েত ইসলামির মতো সংগঠনগুলো ঢাকার জাতীয় মসজিদের সামনে প্রকাশ্যে জিহাদের স্লোগান দেয়। নিজেদের জিহাদি বলেও ঘোষণা করে তারা।