কয়েকদিন আগে হায়দরাবাদে কনসার্টের আগে বিতর্কে জড়িয়েছিলেন দিলজিৎ দোসাঞ্জ। সরকার তাকে মদ নিয়ে গান গাইতে নিষেধ করেছিল। এই উত্তর দিয়েছেন দিলজিৎ দোসাঞ্জ। সাহিত্য আজ তক 2024 এর সময়, বাদশাকে এই বিষয়ে তার মতামত জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি বলেন, \'আমার মনে হয় (দিলজিৎ) একেবারেই ঠিক। আপনি তাদের বলছেন মদের উপর গান না বানাতে আর আপনি মদ বিক্রি করছেন।