Govinda Hospitalised: হাসপাতালে ভর্তি অভিনেতা গোবিন্দা, কী হল-এখন কেমন আছেন?

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বলিউড অভিনেতা গোবিন্দা। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে বাড়িতে অজ্ঞান হয়ে পড়েন তিনি। এরপরই গোবিন্দাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement
হাসপাতালে ভর্তি অভিনেতা গোবিন্দা, কী হল-এখন কেমন আছেন?হাসপাতালে ভর্তি অভিনেতা গোবিন্দা, এখন কেমন আছেন?
হাইলাইটস
  • হাসপাতালে ভর্তি বলিউড অভিনেতা গোবিন্দা
  • অভিনেতার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বলিউড অভিনেতা গোবিন্দা। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে বাড়িতে অজ্ঞান হয়ে পড়েন তিনি। এরপরই গোবিন্দাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর আইনজীবী এবং বন্ধু ললিত বিন্দাল ইন্ডিয়া টুডেকে এই খবর নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছে, অভিনেতা অসুস্থ বোধ করছিলেন এবং তাঁর অবস্থার উন্নতি না হওয়ায় জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি দিশেহারা বোধ করছিলেন। সমস্ত পরীক্ষা করা হয়েছে। আমরা এখন রিপোর্ট এবং নিউরো চিকিৎসকের পরামর্শের জন্য অপেক্ষা করছি। অভিনেতার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।

এক বছরেরও বেশি সময় আগেই পায়ে গুলি লেগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন গোবিন্দা। গত বছরের অক্টোবরে লাইসেন্সপ্রাপ্ত রিভলবারটি ব্যবহার করার সময় দুর্ঘটনাবশত তাঁর পায়ে গুলি লেগে যায়। আগ্নেয়াস্ত্রের দুর্ঘটনার পর গোবিন্দার ডাক্তার তাঁকে জুহুর বাসভবনের কাছে ক্রিটিকেয়ার হাসপাতালে নিয়ে যান, যেখানে তাঁকে হাঁটুর নীচে আঘাতের কারণে আইসিইউ-তে ভর্তি করা হয়। এক ঘণ্টার অস্ত্রোপচারের পর গুলিটি বের করা হয়।

তাঁর ম্যানেজার জানিয়েছেন, গোবিন্দা তাঁর লাইসেন্সপ্রাপ্ত রিভলবারটি আলমারির ভেতরে রাখছিলেন। সেই সময় রিভরবারটি পড়ে গিয়ে গুলি ছুটে যায়। সেই গুলি অভিনেতার পায়ে গিয়ে লাগে।

POST A COMMENT
Advertisement