scorecardresearch
 

Chakda Xpress : Jhulan Goswami-র চরিত্রে Anushka Sharma, লুক নিয়ে সোশ্যাল মিডিয়া সমালোচনার ঝড়

ছবিতে অনুষ্কার লুক নিয়ে শুরু হয়েছে ট্রোল। কেউ কেউ তো মনে করছেন কোনওদিক থেকেই অনুষ্কাকে ঝুলনের মতো দেখাচ্ছে না। ত্বকের রং, উচ্চারণ বা লুক, কোনটাই মেলেনি ঝুলন গোস্বামীর সঙ্গে। 

Advertisement
ঝুলন গোস্বামীর চরিত্রে অনুষ্কা শর্মা ঝুলন গোস্বামীর চরিত্রে অনুষ্কা শর্মা
হাইলাইটস
  • নতুন ছবি আসছে অনুষ্কা শর্মার
  • ঝুলন গোস্বামীর ভূমিকায় অভিনয় করছেন অনুষ্কা
  • সোশ্যাল মিডিয়ায় লুক নিয়ে ট্রোল

বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা কবে কামব্যাক করবেন তার জন্য তাঁর ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। বহস্পতিবার ট্যুইটে নিজের নয়া প্রজেক্টের বিষয়ে জানান অভিনেত্রী। চাকদা এক্সপ্রেসে ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অনুষ্কাকে। ছবির প্রথম ঝলক শেয়ার করা হয়েছে। সেখানে মাঠে ব্যাট হাতে দেখা যাচ্ছে অনুষ্কাকে। ছবিতে অনুষ্কাকে ক্রিকেটারের ভূমিকায় দেখে খুশি ভক্তরা। তবে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ট্রোলও। 

ঝুলনের চরিত্রে অনুষ্কার লুকে হতাশ ইউজাররা
ছবিতে অনুষ্কার লুক নিয়ে শুরু হয়েছে ট্রোল। কেউ কেউ তো মনে করছেন কোনওদিক থেকেই অনুষ্কাকে ঝুলনের মতো দেখাচ্ছে না। ত্বকের রং, উচ্চারণ বা লুক, কোনটাই মেলেনি ঝুলন গোস্বামীর সঙ্গে। 

 

এক ইউজার লিখেছেন, উচ্চতা, ত্বকের রং, বাঙালি উচ্চারণ, কিছুই মিলছে না। ভিডিওতে অনুষ্কাকে ঝুলন গোস্বামী ছাড়া বাকি সবকিছু লাগছে। একজন লিখেছেন, ছবিটি ফ্লপ করবে। তারচেয়ে ভাল ঝুলনকেই নেওয়া হত, অভিনয় ভাল করতেন। অন্য এক ইউজার মনে করেন, ঝুলনের চরিত্রে বিপাশা বসু বা ইশা গুপ্তাকে বেশি ভাল লাগত। ওই ইউজার আরও লিখেছেন, বায়োপিক তৈরি করা হচ্ছে যখন কমপক্ষে ত্বকের রং তো মেলান উচিত। 

তবে শুধু ট্রোলই নয়, কেউ কেউ অনুষ্কাকে সাপোর্টও করেছেন। ফ্যানেরা তাঁর কামব্যাকে উচ্ছ্বসিত। তাঁদের অবশ্যই লুক ভাল লেগেছে। নেটফ্লিক্সে দেখা যাবে ছবিটি। এই ছবির মধ্যে দিয়ে প্রায় ৩ বছর পর কামব্যাক করছেন অনুষ্কা। এখন দেখার ছবি মুক্তির পর কী বলেন দর্শকরা।

 

Advertisement