The Show Must Go On। জীবনে যতই বড় ঘটনা ঘটে যাক না কেন ঠিকই সামলে উঠতে হয়, ফিরতে হয় মূল স্রোতে। ঠিক সেরকমটাই হল মিঠিঝোরার পৌষমিতা গোস্বামীর সঙ্গেও। দুদিন আগেই স্বামী অর্ণব রায়কে হারিয়েছেন। কিন্তু থেমে যাননি তিনি। আবার কাজে যোগ দিলেন পৌষমিতা। বুকের মধ্যে পাথর চেপে ধরে পৌষমিতা ফিরলেন নন্দিতা চরিত্রে।
সিরিয়ালের দৌলতে এখন ঘরে ঘরে পরিচিত পৌষমিতা গোস্বামী তথা রাই-নীলুর মা নন্দিতা। কিছুদিন আগে সিরিয়ালেই নিজের স্বামীকে হারিয়েছিলেন। কিন্তু বাস্তবেও যে এই একই ঘটনা ঘটবে তা স্বপ্নেও ভাবতে পারেননি পৌষমিতা। কিন্তু সেই ঘটনাই ঘটল তাঁর সঙ্গে। বিয়ের পর দুটো বছরও কাটল না! জীবনসঙ্গীকে চিরদিনের জন্য হারিয়ে ফেললেন পৌষমিতা। অভিনেত্রীর স্বামী অর্ণব রায়ও এক প্রযোজনা সংস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। ১১ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হন তিনি। এরপরই সব শেষ। স্বামীকে হারিয়ে ভিতরে-ভিতরে ভেঙে পড়লেও, নিজেকে বাইরে থেকে শক্ত রেখেছেন পৌষমিতা। তিনি লড়াকু মানুষ। কাজেও গিয়েছেন শনিবার।
পৌষমিতা এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে অর্ণব চাইতেন তিনি সবসময় কাজের মধ্যেই যেন থাকেন। তাঁদের দুজনের একটা প্রযোজনা সংস্থা ছিল, যেটা এতদিন পৌষমিতা-অর্ণব মিলে দেখতেন, কিন্তু এখন সেটা একাই দেখতে হবে তাঁকে। মিঠিঝোরা সিরিয়ালে রাই-নীলুর মায়ের ভূমিকায় রয়েছেন পৌষমিতা। এই সিরিয়ালেও কিছুদিন আগেই তাঁর স্বামী মারা যাওয়ার দৃশ্য দেখানো হয়েছে। যে কারণে রাই তাঁর নিজে বিয়েতে না বসে বোন নীলুকে বিয়ের পিঁড়িতে বসান। শৌর্য্য ও নীলুর বিয়ের পর এখন চলছে নতুন মোড়। আর এরই মাঝে বাস্তবে স্বামী অর্ণবকে হারালেন পৌষমিতা।
সোশ্যাল মিডিয়া পেজে এই দুঃখের খবরটি প্রথম জানিয়েছেন অভিনেতা শুভ্রজিৎ কর। রাঙা বউ খ্যাত কুশ ওরফে গৌরবও তাঁর সোশ্যাল মিডিয়া পেজে অর্ণব রায়ের মৃত্যুর খবর সকলকে জানিয়েছে। অর্ণবের খবর সামনে আসতেই শোকের ছাড়া নেমে আসে টেলি পাড়ায়। তাঁর মৃত্যু যেন কেউ মেনে নিতে পারছেন না। প্রসঙ্গত, ২০২১- এ অর্ণবের সঙ্গে সই বিয়ে সেরেছিলেন পৌষমিতা। আর ২০২২-এ সামাজিক বিয়ে করেন তাঁরা।
জানা যায়, সাঁঝের বাতি ধারাবাহিকে কাজের সুবাদেই দুজনের সম্পর্ক গড়ে ওঠে। তারপরই তাঁরা একসঙ্গে পুরো জীবনটা কাটানোর সিদ্ধান্ত নেন। স্টুডিয়োপাড়ার অন্যতম জনপ্রিয় ইপি। তাঁর হাত ধরে ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগ পেয়েছেন অনেকেই। তাই অর্ণবের মৃত্যুর খবরটা কিছুচতেই মেনে নিতে পারছে না টেলিপাড়ার বন্ধুরা। রিপোর্ট অনুযায়ী, হৃদরোগে আক্রান্ত হয়েই মারা গিয়েছেন অর্ণব।