scorecardresearch
 

অমিতাভের পদবী ছিল শ্রীবাস্তব, তা হলে বচ্চন কেন? নিজেই কারণ জানালেন Big B

বলিউডের মেগাস্টার বিগ বি অমিতাভ বচ্চন (Big B Amitabh Bachchan) 'কৌন বনেগা ক্রোড়পতি-১৩'-র প্রতিটি পর্বকে স্মরণীয় করে তোলেন। অমিতাভ বচ্চন শো'তে প্রতিযোগীদের সঙ্গে শুধু মজাই করেন না, তাঁদের সঙ্গে তাঁর জীবনের অনেক মজার গল্প, গোপন কথাও ভাগ করে নেন। সম্প্রতি, কেবিসির মঞ্চে অমিতাভ তাঁর পদবী বচ্চন কেন এই সম্পর্কে জানান।

Advertisement
বিগ বি অমিতাভ বচ্চন বিগ বি অমিতাভ বচ্চন
হাইলাইটস
  • কেবিসির মঞ্চে অমিতাভ তাঁর পদবী বচ্চন কেন এই সম্পর্কে জানান
  • অমিতাভের পদবী ছিল শ্রীবাস্তব
  • পদবী দেওয়ার বদলে তাঁর বাবা 'বচ্চন' ছদ্মনামটি পদবী হিসেবে দেন

বলিউডের মেগাস্টার বিগ বি অমিতাভ বচ্চন (Big B Amitabh Bachchan) 'কৌন বনেগা ক্রোড়পতি-১৩'-র প্রতিটি পর্বকে স্মরণীয় করে তোলেন। অমিতাভ বচ্চন শো'তে প্রতিযোগীদের সঙ্গে শুধু মজাই করেন না, তাঁদের সঙ্গে তাঁর জীবনের অনেক মজার গল্প, গোপন কথাও ভাগ করে নেন। সম্প্রতি, কেবিসির মঞ্চে অমিতাভ তাঁর পদবী বচ্চন কেন এই সম্পর্কে জানান।

প্রতিযোগী হয়ে আসা ভাগ্যশ্রীর সঙ্গে অমিতাভের বিশেষ কথোপকথন

শো চলাকালীন বিগ বি হট সিটে বসা প্রতিযোগী ভাগ্যশ্রীকে তাঁদের প্রেমের গল্প সম্পর্কে জিজ্ঞাসা করেন। ভাগ্যশ্রী মহারাষ্ট্রের জলগাঁওয়ের বাসিন্দা। ভাগ্যশ্রী বলেন, তিনি ও তাঁর স্বামী ভিন্ন  জাতির হওয়ায় পরিবার মেনে নিয়ে চায়নি। এর একবছর পর তাঁদের বিয়ে তো দিয়ে দেন তবে পরিবার কোনও সম্পর্ক রাখেনি।

প্রতিযোগীর এই কথা শোনার পর অমিতাভ বচ্চন হাত জোড় করে ভাগ্যশ্রীর বাবার কাছে তাঁদের বিয়ে মেনে নেওয়ার আবেদন জানান। এর পরে, অমিতাভ বচ্চন তাঁর জীবনের গুরুত্বপূর্ণ বিষয় প্রকাশ করেন। তিনি জানান, তাঁর বাবা -মাও ভিন্ন জাতির অন্তর্ভুক্ত।


কীকরে অমিতাভের পদবী বচ্চন হল?

অমিতাভ জানান, তাঁর মা তেজি বচ্চন একজন শিখ পরিবারের এবং তাঁর বাবা উত্তরপ্রদেশের কায়স্থ পরিবারের শ্রীবাস্তব। শুরুতে তাঁর বাবা -মায়ের বিয়েতে বাধা তৈরি ছিল, কিন্তু তারপরে সবাই রাজি হন। যদিও তখন ১৯৪২ সাল। কিন্তু তিনি অবাক হন যখন এ ধরনের ঘটনা এখনও ঘটতে দেখে।

বিগ-বি আরও জানান, তাঁর বাবা বচ্চন ছদ্মনামটি পদবী হিসেবে ব্যবহার করেন। কারণ, এই ছদ্মনাম কোনও জাতের প্রতিনিধিত্ব করে না। তিনি আরও বলেন, যখন তাঁর বাবা -মা তাঁকে স্কুলে ভর্তি করানোর জন্য নিয়ে গিয়েছিলেন, সেখানে তাঁর পদবী জিজ্ঞাসা করা হয়েছিল এবং পদবী দেওয়ার বদলে তাঁর বাবা 'বচ্চন' ছদ্মনামটি পদবী হিসেবে দেন। তাঁর বাবা ছিলেন উত্তরপ্রদেশের জনপ্রিয় লেখক হরিবংশ রাই বচ্চন।

Advertisement

Advertisement