দেব ও জিৎ গঙ্গোপাধ্যায়একসময় দেবের ছবিতে চুটিয়ে সুর দিতেন জিৎ গঙ্গোপাধ্যায়। বাংলা ছবির যত হিট গান রয়েছে, তার অধিকাংশের সুরকারই জিৎ। এরপর কিছু বছর টলিউডের বাইরে ছিলেন সুরকার। তবে ফের প্রজাপতি ২-এর হাত ধরে দেবের ছবিতে সুর দিলেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে জিৎ গঙ্গোপাধ্যায়ের সুরে প্রজাপতি ২ ছবির গান। দেব ও জিৎ-এর সম্পর্ক বহু বছরের। আর এরই মাঝে দেবের বাড়ির ঠিকানা ফাঁস করে দেওয়ার হুমকি দিলেন জিৎ।
বিষয়টি এতটাও গুরুতর নয়। নিছকই মজার ছলেই জিৎ গঙ্গোপাধ্যায় এই কথা বলেছেন। সম্প্রতি প্রজাপতি ২ সিনেমা নিয়ে কিছু কথা বলায় জিৎ গঙ্গোপাধ্যায় তুলে ধরেন দেবের বিয়ের প্রসঙ্গ। দেবকে তিনি নিজের ভাইয়ের মতো দেখেন, তাই ভাইয়ের বিয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন তিনি। জি বাংলা হওয়া সারেগামাপা-এর শ্যুটিং-এর ফাঁকে দেবের বিয়ে প্রসঙ্গে জিৎ গঙ্গোপাধ্যায় জানান যে তিনি তাঁর ভাইয়ের বিয়ে নিয়ে ভীষণ চিন্তিত।
সুরকার জানিয়েছেন যে তিনি চান এই মুহূর্তে দেবের গায়ে অনেক প্রজাপতি বসুক। তাঁর ভাই দেব এবার বিয়ের পিঁড়িতে বসুক, সেটা খুব করে চান জিৎ। তারপরই সুরকার সকলের উদ্দেশ্যে বলেন যে সকলে মিলে ওকে বিরক্ত করতে শুরু করো। সবাই মিলে জানতে চাও যে কবে দেব বিয়ে করছে। জিৎ আরও বলেন, ‘আমি কিন্তু সবাইকে ওর ঠিকানা পাঠিয়ে দেব ও যদি বিয়ে না করে। সবাই মিলে ওর বাড়িতে হানা দাও। আমি নিজে গিয়ে ওর বাড়িতে প্রজাপতি ছেড়ে দিয়ে আসবো। আমি চাই এবার দেবের গায়ে প্রজাপতি বসুক। এবার অন্তত ওর বিয়েটা হোক।’
শুভশ্রীর সঙ্গে ছাড়াছাড়ির পর দেব রুক্মিণীর সঙ্গে সম্পর্কে আসেন। দীর্ঘ সময় ধরে একে-অপরের সঙ্গে ডেটিং করলেও তাঁরা কবে বিয়ের পিঁড়িতে বসছেন, তা দুজনের কেউই খোলসা করে বলছেন না। বিয়ে নিয়ে দেব ও রুক্মিণী এখনও কিছু ভাবেননি বলেই জানিয়েছেন। তবে যখন টলিউডের প্রায় প্রত্যেক অভিনেতা অভিনেত্রীর বিয়ে হয়ে গিয়েছে বা সন্তান হয়ে গিয়েছে সেখানে দাঁড়িয়ে দেবের এখনও কেন বিয়ে হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলছেন সকলে। যদিও দেবকে এই নিয়ে একাধিকবার প্রশ্ন করা হলে সুপারস্টার জানিয়েছেন যে তিনি এখনও বিয়ের জন্য প্রস্তুত নয়। । আপাতত নিজের কেরিয়ার নিয়েই চিন্তাভাবনা করছেন তিনি। তবে বিবাহ বন্ধনে আবদ্ধ না হলেও দেব ও রুক্মিণী ভ্যাকেশনে একসঙ্গেই যান।