বলিউডে ফের শোকের ছায়া। বি আর চোপড়ার মহাভারত-এর জনপ্রিয় চরিত্র শকুনি মামা তথা গুফি পেন্টল প্রয়াত। সোমবার মুম্বইয়ের এক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোমবার দুপুরেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।
৭৮ বছর বয়সের অভিনেতা বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন। মহাভারতের শকুনি মামার অসুস্থতার খবর সামনে আসতেই মন ভার নয়ের দশকের ছেলে মেয়েদের। তবে এই খবর শোনার পর হিন্দি ফিল্ম ইন্ডাস্টিতে শোকের ছায়া নেমেছে। জানা গিয়েছে, গত ৩১ মে থেকেই তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। পরিচালক বিআর চোপড়ার মহাভারতে শকুনি মামার চরিত্রে অভিনয় করেছিলেন গুফি পেন্টল।
সর্বজিৎ সিং পেন্টল অভিনেতা হওয়ার আগে আর্মিতে কাজ করতেন। তাঁর ভাই অমরজিৎ পেন্টল বলিউডের একজন জনপ্রিয় অভিনেতা। কাস্টিং ডিরেক্টর হিসাবে নিজের কেরিয়ার শুরু করার পর তিনি সিনেমা ও একাধিক সিরিয়ালে কাজ করেছেন। গুফি পেন্টলের শেষ সিরিয়াল ছিল জয় কানাইয়া লাল কি। তবে গুফির জনপ্রিয়তা আসে মহাভারতে শকুনি মামা-এর চরিত্রে অভিনয় করে। সিরিয়াল ছাড়াও অভিনেতা দিললাগি, সুহাগ ও ময়দান-ই-জঙ্গ সিনেমায় কাজ করেছেন। এছাড়া মিসেস কৌশিক কি পাঞ্চ বহুয়ে, কর্মফল দাতা শনি, কর্ণ সঙ্গিনী ও রাধা কৃষ্ণ সহ আধ্যাত্মিক সিরিয়ালেও কাজ করতে দেখা গিয়েছে অভিনেতাকে।
১৯৪৪ সালের ৪ অক্টোবর শিখ পরিবারে গুফির জন্ম। অভিনয় জগতে পা রাখার আগে ইঞ্জিরিয়ারিং-এর ছাত্র ছিলেন তিনি। ১৯৬৯- এ ছোট ভাইয়ের সঙ্গে মুম্বই আসেন। সেখানে সহ পরিচালক হিসাবে কেরিয়ার শুরু করেন।