একজন বিনোদন জগতে রয়েছেন অন্যজন রাজনীতির সঙ্গে যুক্ত ওতপ্রোতভাবে। সম্পর্কে তাঁরা ভাই-বোন। পেশা আলাদা হলেও এঁদের সম্পর্কে তাঁদের প্রভাব কোনও সময়ই পড়েনি। কথা হচ্ছে গায়ক শোভন গঙ্গোপাধ্যায় ও তাঁর বোন দীপ্সিতা ধরকে নিয়ে। টলিপাড়ায় শোভন গঙ্গোপাধ্যায় বেশ পরিচিত এক নাম। তাঁর কন্ঠের যাদুতে মুগ্ধ শ্রোতারা। টলিউডের সিনেমায় যেমন গান করেন তেমনি নিজের মিউজিক অ্যালবামও রয়েছে। কিন্তু জানেন কি বোন দীপ্সিতার জন্য ভোটের গান গেয়েছিলেন এই শোভন?
রাজনৈতিক কোনও মঞ্চে আজ পর্যন্ত শোভনকে দেখা যায়নি। তিনি একেবারে আলাদা এক রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী। যদিও শোভন কোনওদিন এই বিষয়টি সামনে নিয়ে আসেননি। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে বালি কেন্দ্র থেকে সিপিএমের প্রার্থী হয়েছিলেন দীপ্সিতা ধর। আর দীপ্সিতার ভোট গান-এ কন্ঠ দিয়েছিলেন শোভন। সেই গান তখন খুবই জনপ্রিয় হয়েছিল। তবে কোনও রাজনৈতিক কারণে নয়, শোভন গান গেয়েছিলেন শুধুমাত্র তাঁর বোন দীপ্সিতার জন্যই।
আসলে অনেকেই জানেন না যে দীপ্সিতা তাঁর মাসতুতো বোন হন। শোভনের ছোট মাসির মেয়ে দীপ্সিতা। তাঁরা একই পাড়ার বাসিন্দা। বড় হয়েছেন একসঙ্গে। বিধানসভা ভোটে বোন দীপ্সিতার অনুরোধেই তাঁর জন্য ভোটের গান গেয়েছিলেন গায়ক। দীপ্সিতার সোশ্যাল মিডিয়া পেজে সেই গানটি রয়েছে। শোভনের বাড়ির সবাই বাম সমর্থক। মা-বাবা, মাসি-মেসো, বোন সবাই ছোট থেকে গণনাট্য সংঘের সঙ্গে যুক্ত। ছোটবেলাতে তিনিও গণনাট্যের অনেক গান গেয়েছেন।
শ্রীরামপুর থেকে সিপিএমের টিকিটে লড়বেন দীপ্সিতা ধর। প্রসঙ্গত, এর আগে ভোটে দাঁড়িয়েছিলেন দীপ্সিতার মাও। হাওড়া ৪১ নং জেলা পরিষদে সিপিআইএম প্রার্থী হন তিনি। মায়ের হয়ে প্রচারে নামেন মেয়েও। সোমবার, ২০ মে শ্রীরামপুরে ভোট রয়েছে। সেখানকার ভাগ্য নির্ধারণ হবে শীঘ্রই। অন্যদিকে গায়ক শোভন গঙ্গোপাধ্যায় এবং নায়িকা সোহিনী সরকার প্রেম করছেন। দুজনের বিয়েও নাকি সামনে। যদিও শোভন বা সোহিনী কেউই এই বিষয়ে কোনও মন্তব্য করেননি।