'মিঠাই'-র শাক্যকে কে না চেনে? অল্প সময়ের মধ্যেই ছোটপর্দার দর্শকদের মন জয় করেছে ধৃতিষ্মান চক্রবর্তী। যদিও ধারাবাহিকে আসার আগে থেকে জনপ্রিয় ছিল এই বছর ৭-এর খুদে। মাত্র ৫ বছর বয়সেই ৫ ভাষায় গান গেয়ে, সে নাম তুলেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস ২০২১-এ। সেখানে ধৃতিষ্মানকে আখ্যা দেওয়া হয়েছে ইয়ংগেস্ট মাল্টিলিঙ্গুয়াল সিঙ্গার নামে। এছাড়াও পর্দার শাক্যকে প্রধানমন্ত্রীর তরফ থেকে রাষ্ট্রীয় বাল পুরস্কার ২০২২ দেওয়া হয়েছে। সুপারভাইরাল গান 'টাম টাম'-র তালে বড়মা-এর সঙ্গে তুমুল নাচল ধৃতিষ্মান।