সাত সকালে শিয়ালদা স্টেশনে সাংঘাতিক কাণ্ড। তারস্বরে চিৎকার করছেন অভিনেত্রী কাঞ্চনা মৈত্র। এক দম্পতির ওপর কাঞ্চনা মৈত্র রেগে লাল। অভিনেত্রীর অভিযোগ, তাঁর থেকে টাকা নিয়ে এই দম্পতি আর ফেরৎ দেননি। আর সেই কারণেই তাঁদের শিয়ালদা স্টেশনে পাকড়াও করে সকলের সামনেই বচসায় জড়ালেন কাঞ্চনা। যদিও অভিনেত্রীর এমন আচরণের আসল কারণ কিছুই জানা যায়নি।