scorecardresearch
 

Tarun Majumdar: ফের স্বাস্থ্যের অবনতি, ভেন্টিলেশনে পরিচালক তরুণ মজুমদার

ফের স্বাস্থ্যের অবনতি। ভেন্টিলশনে দিতে হল পরিচালক তরুণ মজুমদার (Tarun Majumdar)কে। তাঁর সেকেন্ডারি ইনফেকশন হয়েছে, বলে হাসপাতাল সূত্রে খবর। তাঁর ডায়ালিসিস চলছে বলেও জানানো হয়েছে।

Advertisement
তরুণ মজুমদার তরুণ মজুমদার

ফের স্বাস্থ্যের অবনতি। ভেন্টিলশনে দিতে হল পরিচালক তরুণ মজুমদার (Tarun Majumdar)কে। তাঁর সেকেন্ডারি ইনফেকশন হয়েছে, বলে হাসপাতাল সূত্রে খবর। তাঁর ডায়ালিসিস চলছে বলেও জানানো হয়েছে।

চিকিৎসকরা জানাচ্ছেন, হঠাৎ করেই সেকেন্ডারি ইনফেকশন হওয়ায় পরিচালকের স্বাস্থ্যের আচমকা অবনতি হয়। ধীরে ধীরে সুস্থতার দিকেই এগোচ্ছিলেন নবতিপর পরিচালক। গত শুক্রবার মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা জানিয়েছিলেন তাঁর অবস্থা স্থিতিশীল, দ্রুত সুস্থ হচ্ছেন তরুণবাবু। শনিবার থেকে ফের পরিস্থিতি খারাপ হতে শুরু করে। শুক্রবার পরিচালকের এন্ডোসকপি (Endoscopy) হয়। সেদিন পরিচালকের রক্তচাপ নীচের দিকে ছিল বলে জানা গিয়েছিল। পরিচালকের প্লেটলেট কাউন্ট বেড়েছিল বলে জানা যায়।

বর্ষীয়ান পরিচালকের চিকিৎসার দায়িত্বে রয়েছেন চেস্ট মেডিসিনের চিকিৎসক সোমনাথ কুণ্ডু, মেডিসিনের চিকিৎসক সৌমিত্র ঘোষ, নেফ্রলজিস্ট অর্পিতা রায়চৌধুরী, কার্ডিওলজিস্ট সরোজ মণ্ডল, নিউরো মেডিসিনের চিকিৎসক বিমান রায়ের মতো বিশিষ্ট চিকিৎসকরা।

গত দু' দশক ধরে কিডনির সমস্যায় ভুগছেন পরিচালক। গত সপ্তাহে মূলত কিডনির সমস্যা নিয়েই  SSKM-এর উডবার্ন ওয়ার্ডে ভর্তি হন তিনি। কিডনির সমস্যা ছাড়াও বর্ষীয়ান পরিচালকের ফুসফুসে সংক্রমণ রয়েছে, হৃদযন্ত্র বিকল হওয়ার মত পরিস্থিতিও তৈরি হয়।

 

Advertisement