scorecardresearch
 

বেলাশুরু নিয়ে সৌমিত্র-স্বাতীলেখাকে অসাধারণ ট্রিবিউট আমুলের

প্রায় ৭ বছর অপেক্ষা করতে হয়েছে দর্শকদের। অবশেষে গত সপ্তাহে ২০ মে মুক্তি পেয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee) এবং স্বাতীলেখা সেনগুপ্ত (Swatilekha Sengupta) অভিনীত শেষ ছবি বেলাশুরু (Belashuru). যা নিয়ে দেশের বড় ডেয়ারি ব্র্যান্ড আমুল (Amul) একটি অসাধারণ ট্রিবিউট দিয়েছে।

Advertisement
বেলাশুরু নিয়ে সৌমিত্র-স্বাতীলেখাকে অসাধারণ ট্রিবিউট আমুলের বেলাশুরু নিয়ে সৌমিত্র-স্বাতীলেখাকে অসাধারণ ট্রিবিউট আমুলের

প্রায় ৭ বছর অপেক্ষা করতে হয়েছে দর্শকদের। অবশেষে গত সপ্তাহে ২০ মে মুক্তি পেয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee) এবং স্বাতীলেখা সেনগুপ্ত (Swatilekha Sengupta) অভিনীত শেষ ছবি বেলাশুরু (Belashuru). যা নিয়ে দেশের বড় ডেয়ারি ব্র্যান্ড আমুল (Amul) একটি অসাধারণ ট্রিবিউট দিয়েছে।

সাধারণত দেশ-বিদেশের নানা সাম্প্রতিক এবং আলোচ্য বিষয় নিয়ে বিভিন্ন ডুডল তৈরি করে আমুল। গত কয়েক দশকের ট্রেন্ড এটাই। কিন্তু এই ট্রিবিউট অন্যদের থেকে অনেকটাই আলাদা। বেলাশুরু ছবির দুই প্রধান অভিনেতার কেউই আজ জীবিত নেই। করোনাকালে ২০২০ সালের ১৫ নভেম্বর চিরবিদায় জানিয়েছেন সৌমিত্র। তার প্রায় ৮ মাস বাদে গত বছর জুলাই মাসে চলে যান স্বাতীলেখাও। এমনটা ভারতীয় সিনেমার ইতিহাসে প্রথম যে কোনও ছবির দুই লিড অভিনেতা এবং অভিনেত্রীর মৃত্যুর পর তাঁদের ছবি মুক্তি পেয়েছে। ট্রিবিউটের বিষয় এটাই।

 

সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখা সেনগুপ্ত প্রথমবার জুটি বেঁধেছিলেন সত্যজিৎ রায় পরিচালিত 'ঘরে-বাইরে' ছবিতে। সেই ছবির পর এই দুই অভিনেতাকে আর এক সঙ্গে কোনও সিনেমায় অভিনয় করতে দেখা যায়নি। ৩১ বছর বাদে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত 'বেলাশেষে' ছবিতে মুখ্য চরিত্রে ফেরেন দুজনে। ২০১৫ সালে এই ছবিটি অন্যতম বড় হিট হয়েছিল।

 

বছর দুই বাদে লক্ষ্মীপুজোর দিন একই কাস্ট নিয়ে আরও একটি ছবির কথা ঘোষণা করেন নন্দিতা এবং শিবপ্রসাদের উইন্ডোজ প্রোডাকশন। তবে করোনার জন্য ছবির শুটিং এবং মুক্তি বারবার পিছিয়ে যায়। শেষ পর্যন্ত ছবি মুক্তি পেলেও দুই প্রবীণ অভিনেতাদের মধ্যে কেউই তা বড় পর্দায় দেখে যেতে পারলেন না।

Advertisement

 

Advertisement