সমুদ্র সৈকতে প্রিয়াঙ্কা সরকার, সঙ্গী 'কিউটি পাই'! ইনস্টা ভিডিও ভাইরাল

অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার, কিউটি পাই ছেলে সহজকে নিয়ে বেড়াতে গিয়েছেন সমুদ্রের ধারে। কোয়ালিটি টাইম কাটাচ্ছেম মা-ছেলে।

Advertisement
সমুদ্র সৈকতে প্রিয়াঙ্কা সরকার, সঙ্গী 'কিউটি পাই'! ইনস্টা ভিডিও ভাইরালপ্রিয়াঙ্কা সরকার (ছবি-ইনস্টাগ্রাম)
হাইলাইটস
  • 'কিউটি পাই' ছেলে সহজের সঙ্গে প্রিয়াঙ্কা সরকার
  • শীতের দিনে সমুদ্রের ধারে বেশ মজায় কাটছে মা-ছেলের দিন।
  • সোশ্যাল পেজে ভিডিও পোস্ট করেছেন প্রিয়াঙ্কা।

অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার, কিউটি পাই ছেলে সহজকে নিয়ে বেড়াতে গিয়েছেন সমুদ্রের ধারে। আনন্দে সময় কোয়ালিটি টাইম কাটাচ্ছেম মা-ছেলে। 

সোশ্যাল পেজে একটি ভিডিও পোস্ট করেছেন প্রিয়াঙ্কা। যেখানে দেখা যাচ্ছে একেবারে অন্য মুডে মা এবং ছেলেকে। এই ছিলেন ঘেরা একটা জায়গার ভিতরে, সম্ভবত রিসর্ট হবে। দুজনে নাচতে নাচতে ক্যামেরা ঢাকলেন হাত দিয়ে। ঠিত তার পরই ফিরে এলেন। কিন্তু জায়গা গেল বদলে। এমনকি পোশাকও পাল্টে গেছে। সমুদ্র সৈকতে দৌড়চ্ছেন প্রিয়াঙ্কা। সঙ্গে ছোট্ট সহজ। মা-ছেলের এই আত্মহারা মুহূর্তের ব্যাকগ্রাউন্ডে বাজছে 'অ্যায় দিল হ্যায় মুশকিল'  ছবির 'কিউটি পাই' গান। ছবি পোস্ট করে প্রিযাঙ্কা ক্যাপশনে লিখেছেন, 'আমার কিউটি পাই'।

শীতের দিনে সমুদ্রের ধারে বেশ মজায় কাটছে মা-ছেলের দিন। ছেলের সঙ্গে প্রায়ই ছবি পোস্ট করেন প্রিয়াঙ্কা। মা-ছেলের এই কেমিস্ট্রি দেখার জন্য বেশ আগ্রহ নিয়ে থাকেন তাঁর ভক্তরা। এই ভিডিও সোশ্যাল পেজে পোস্টের পর লাইক আর কমেন্টের সংখ্যাও নেহাত কম নয়। কিছুদিন আগেই বেড়াতে যাওয়ার সময় গাড়িতে একটি ভিডিও করেছিলেন প্রিয়াঙ্কা। সামনের সিটে সিট বেল্ট পড়ে তিনি, পিছনের সিটে ছোট্ট সহজ। দুজনের মখে গান 'লভ ইউ জিন্দেগি...।'

 

নেটপাড়ায় হইচই তখনই। ঘুরতে যাচ্ছেন প্রিয়াঙ্কা। সঙ্গে সহজ। এবারের ভিডিওতে খানিকচা হলেও স্পষ্ট তাঁরা সমুদ্রের ধারে গিয়েছেন। সম্প্রতি ক্যালেন্ডার ফোটোশুট শেষ করলেন প্রিয়াঙ্কা। 'রিফ্লেকশনস্ ২০২০'। ফোটোগ্রাফার তথাগত ঘোষের নতুন প্রোজেক্ট। 

POST A COMMENT
Advertisement