ইন্ডিয়া টুডে কনক্লেভ ইস্ট ২০২২-এর দ্বিতীয় দিনের শুরুতে ছিলেন সঙ্গীত শিল্পী সৌরেন্দ্র মল্লিক ও সৌম্যজিত্ দাস। আলোচনা করেন ভারতীয় রাগ সঙ্গীতের বিস্তার নিয়ে। তাঁরা বলেন, বন্দে মাতরম এমন একটি গান, যা গোটা দেশকে একজোট করেছিল। বিশ্বের প্রতিটি কোণায় ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের প্রভাব রয়েছে। প্লে ব্যাকে শাস্ত্রীয় সঙ্গীতকে এক উচ্চতায় নিয়ে গিয়েছিলেন লতাজি। এমনটাই মনে করেন সঙ্গীত শিল্পী সৌরেন্দ্র মল্লিক ও সৌম্যজিত্ দাস।
Sourendra Mallick and Soumyajit Das on Indian clasical Music