scorecardresearch
 

'করোনার দ্বিতীয় ঢেউতে অক্সিজেনের অভাবে মৃত্যুর তথ্য নেই', জানাল কেন্দ্র

রাজ্যসভায় কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার জানাল, দ্বিতীয় ঢেউতে অক্সিজেনের অভাবে কারও মৃত্যুর তথ্য রাজ্যগুলি দেয়নি। অক্সিজেনের অভাবে মৃত্যুর প্রসঙ্গে রাজ্যসভায় প্রশ্ন তোলেন কংগ্রেস সাংসদ কেসি বেনুগোপাল। সেই প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানান হয়, দ্বিতীয় ঢেউতে অক্সিজেনের অভাবে কারও মৃত্যুর তথ্য রাজ্যগুলির তরফে দেওয়া হয়নি।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • দ্বিতীয় ঢেউতে দেশে অক্সিজেনের অভাবে মৃত্যুর অভিযোগ
  • মোদী সরকার জানাল, এমন তথ্য দেয়নি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি
  • সরকারের বক্তব্যের সমালোচনায় কংগ্রেস

করোনা দ্বিতীয় ঢেউতে (Corona Second Wave) দেশের বিভিন্ন প্রান্তে অক্সিজেনের (Oxygen) সঙ্কটে রোগী মৃত্যুর অভিযোগ ওঠে। তবে এবার রাজ্যসভায় কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার জানাল, দ্বিতীয় ঢেউতে অক্সিজেনের অভাবে কারও মৃত্যুর তথ্য রাজ্যগুলি দেয়নি। অক্সিজেনের অভাবে মৃত্যুর প্রসঙ্গে রাজ্যসভায় প্রশ্ন তোলেন কংগ্রেস সাংসদ কেসি বেনুগোপাল। সেই প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানান হয়, দ্বিতীয় ঢেউতে অক্সিজেনের অভাবে কারও মৃত্যুর তথ্য রাজ্যগুলির তরফে দেওয়া হয়নি। রাজ্যসভায় সরকার জানায়, করোনায় মৃত্যুর তথ্য নিয়মিতভাবে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি স্বাস্থ্যমন্ত্রককে দেয়। তবে কোনও রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলই অক্সিজেনের অভাবে মৃত্যুর তথ্য স্বাস্থ্যমন্ত্রককে দেয়নি। 

স্বাস্থ্যমন্ত্রক জানায় প্রথম ঢেউয়ের চেয়ে দ্বিতীয় ওয়েভে অক্সিজেনের চাহিদা অনেকটাই বেড়ে গিয়েছিল। প্রথম ঢেউতে যেখানে ৩,০৯৫ মেট্রিক টন অক্সিজেনের চাহিদা ছিল, দ্বিতীয় ঢেউতে তা পৌঁছায় ৯,০০০ মেট্রিক টনে। সরকার আরও জানায়, দ্বিতীয় ঢেউয়ের সময় ২৮ মে-এর মধ্যে রাজ্যগুলিকে ১০,২৫০ মেট্রিক টন অক্সিজেন সরবরাহ করা হয়। তারমধ্যে মহারাষ্ট্র ও কর্ণাটককে ১,২০০ মেট্রিক টন করে অক্সিজেন দেওয়া হয়। রাজধানী দিল্লিকে দেওয়া হয় ৪০০ মেট্রিক টন অক্সিজেন। 

যদিও সরকারের এই বক্তব্যের কড়া সমালোচনা করেছে কংগ্রেস। এই প্রসঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) ট্যুইটারে লেখেন, "শুধুমাত্র অক্সিজেনই নয়, সংবেদনশীলতা ও সত্যেরও যথেষ্ট অভাব রয়েছে।" 

 

Advertisement