scorecardresearch
 

Coronavirus: এবার COVID-19 পজিটিভ নির্বাচন কমিশনের প্রধান, আক্রান্ত EC রাজীব কুমারও

পশ্চিমবঙ্গে ভোট চলাকালীনই নির্বাচন কমিশনের প্রধানের পদে সুনীল অরোরার জায়গায় নিযুক্ত হন সুশীল চন্দ্র (chief Election Commissioner Sushil Chandra))। করোনা পজিটিভ নির্বাচন কমিশনার রাজীব কুমারেরও। 

Advertisement
নির্বাচন কমিশনের প্রধান সুশীল চন্দ্র নির্বাচন কমিশনের প্রধান সুশীল চন্দ্র
হাইলাইটস
  • করোনা পজিটিভ নির্বাচন কমিশনার রাজীব কুমারেরও
  • গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃতের সংখ্যা ১ হাজার ৭০০ ছাড়িয়ে গেল দেশে
  • গত ২৪ ঘণ্টায় আড়াই লক্ষের বেশি নতুন সংক্রমণ

দেশে করোনা আক্রান্ত বেলাগাম পরিস্থিতি। এহেন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে ভোটের দফা কমানোর জন্য যখন বারবার দাবি করছে তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলগুলি, তখনই করোনা আক্রান্ত হলেন নির্বাচন কমিশনের প্রধান সুশীল চন্দ্র (chief Election Commissioner Sushil Chandra)। করোনা পজিটিভ নির্বাচন কমিশনার রাজীব কুমারেরও। 

পশ্চিমবঙ্গে ভোট চলাকালীনই নির্বাচন কমিশনের প্রধানের পদে সুনীল অরোরার জায়গায় নিযুক্ত হন সুশীল চন্দ্র।

মঙ্গলবার দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৫৯ হাজার ১৭০ জন। সোমবারের তুলনায় প্রায় ১৪ হাজার কম। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃতের সংখ্যা ১ হাজার ৭০০ ছাড়িয়ে গেল।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় আড়াই লক্ষের বেশি নতুন সংক্রমণের জেরে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ১ কোটি ৫৩ লক্ষ ২১ হাজার ৮৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৭৬১ জনের। এই নিয়ে দেশে করোনা আক্রান্তে এখনও পর্যন্ত মৃত্যু হল ১ লক্ষ ৮০ হাজার ৫৩০ জনের। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে মারা গিয়েছেন ৩৫১ জন। কর্নাটক এবং উত্তরপ্রদেশে সংখ্যাটা ১৫০-র আশপাশে। ছত্তীসগঢ়ে সংখ্যাটা ১৭৫। দিল্লিতে দৈনিক মৃত্যু এক লাফে পৌঁছে গিয়েছে ২৪০-এ।

Advertisement