COVID থার্ড ওয়েভ অগাস্টেই! সেপ্টেম্বরে সর্বোচ্চ: SBI রিসার্চ রিপোর্ট

COVID Third Wave| SBI রিপোর্ট অনুযায়ী, 'বর্তমান ডেটা ধরে এগোলে, ভারতে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে ১০ হাজারের কাছাকাছি থাকবে দৈনিক করোনা সংক্রমণ। অগাস্টের শেষ ১৫ দিনে কেস বাড়তে শুরু করবে হু হু করে।'

Advertisement
COVID থার্ড ওয়েভ অগাস্টেই! জানাচ্ছে SBI রিসার্চ রিপোর্ট ছবি সৌজন্য: PTI
হাইলাইটস
  • দেশজুড়ে আছড়ে পড়বে করোনার থার্ড ওয়েভ
  • সেপ্টেম্বরে তা পিকে বা সর্বোচ্চ থাকবে
  • দ্বিতীয় ঢেউ শুরু হয়েছিল চলতি বছরের এপ্রিল মাসে

করোনার দ্বিতীয় ঢেউয়ের (Covid second wave) ধাক্কা এখনও টাটকা ভারতে, এরই মধ্যেই তৃতীয় ঢেউয়ের (Corona Third Wave) প্রমাদ গোনা শুরু হয়ে গিয়েছে। রিপোর্ট বলছে, বর্তমানে যা পরিস্থিতি, তাতে আগামী মাসেই অর্থাত্‍ অগাস্টেই দেশজুড়ে আছড়ে পড়বে করোনার থার্ড ওয়েভ বা তৃতীয় ঢেউ। 

আরও পড়ুন: করোনার তৃতীয় ঢেউ কবে পিকে উঠতে পারে জানেন? 

আরও পড়ুন: COVID-19 থার্ড ওয়েভ কি আসবে? কোন মাস পর্যন্ত ঝুঁকি 

SBI-এর ‘Covid-19: The race to finishing line’ শীর্ষক  রিসার্চ রিপোর্টে বলা হচ্ছে, করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়বে অগাস্টেই। সেপ্টেম্বরে তা পিকে বা সর্বোচ্চ থাকবে। রিপোর্টে আরও বলা হয়েছে, করোনার সেকেন্ড ওয়েভ বা দ্বিতীয় ঢেউ শুরু হয়েছিল চলতি বছরের এপ্রিল মাসে। মে মাসে তা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছয়। লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয় দেশজুড়ে।

ছবি সৌজন্য: PTI
ছবি সৌজন্য: PTI

 

SBI রিপোর্ট অনুযায়ী, 'বর্তমান ডেটা ধরে এগোলে, ভারতে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে ১০ হাজারের কাছাকাছি থাকবে দৈনিক করোনা সংক্রমণ। অগাস্টের শেষ ১৫ দিনে কেস বাড়তে শুরু করবে হু হু করে।'

আজ অর্থাত্‍ সোমবার দেশে নতুন করে একদিনে করোনা সংক্রমণ ৩৯ হাজার ৭৯৬, করোনা থেকে সেরে উঠেছেন ৪২ হাজার ৩৫২ জন। একদিনে ভারতে মৃত্যু ৭২৩। বর্তমানে দেশে মোট করোনা আক্রান্ত ৩ কোটি ৫ লক্ষ ৮৫ হাজার ২২৯ জন। 

ছবি সৌজন্য: PTI
ছবি সৌজন্য: PTI

কয়েক দিন আগে AIIMS-এর ডিরেক্টর চিকিত্‍সক রণদীপ গুলেরিয়া বলেছিলেন, তৃতীয় ঢেউয়ের আঘাতে যাতে সর্বাধিক ক্ষতি এড়ানো যায়, সেজন্য টিকাকরণের হার বৃদ্ধি করাই একমাত্র উপায়। যদিও তিনি মেনে নিয়েছেন, এই বিপুল জনসংখ্যার দেশে সকল মানুষকে টিকাকরণের আওতায় আনা অত্যন্ত চ্যালেঞ্জের বিষয়। এমনকি করোনা ভাইরাসের ডেল্টা প্লাস প্রজাতী নিয়েও আতঙ্ক ব্যক্ত করেছেন AIIMS প্রধান ডক্টর রণদীপ গুলেরিয়া। তাঁর কথায়, 'আনলক শুরু হতেই করোনাবিধি শিকেয় উঠেছে। ফের মানুষের মধ্যে অসচেতনতা ধরা পড়েছে। চারপাশ দেখে মনে হচ্ছে, করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউ থেকে আমাদের কিছুই শিক্ষা হয়নি। ফের ভিড় জমছে, মানুষ জড়ো হচ্ছে। এর জন্যই ধীরে ধীরে সংক্রমণ বাড়বে। ছয় থেকে আট সপ্তাহের মধ্যে সংক্রমণ বাড়তে পারে।'

Advertisement

POST A COMMENT
Advertisement