রাজ্যে করোনার সংক্রমণ বৃদ্ধি অব্যাহত। বৃহস্পতিবার রাজ্য সরকারের দেওয়া বুলেটিন অনুযায়ী এদিন করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫,৪২১ জন। বুধবার যে সংখ্যাটা ছিল ১৪,০২২। ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যাটা বেড়ে হল ১৬,৯৩,৭৪৪। এদিনও দৈনিক আক্রান্তের বিচারে শীর্ষে কলকাতা। সংখ্যাটা ৬,৫৬৯।
পাশাপাশি এদিন দৈনিক মৃত্যুর সংখ্যাও বেড়েছে। বুধবার রাজ্যে দৈনিক মৃত্যু ছিল ১৭, যা এদিন বেড়ে হয়েছে ১৯। ফলে রাজ্যে মোট করোনার বলি বেড়ে হল ১৯,৮৪৬। বর্তমানে রাজ্যে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৪১,১০১ জন।
এদিকে দৈনিক সুস্থের সংখ্যার এদিন বেড়েছে বাংলায়। পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭,৩৪৩ জন। বুধবার এই সংখ্যাটা ছিল ৬,৪৩৮ জন। ফলে রাজ্যে মোট করোনা জয়ীর সংখ্যা বেড়ে হল ১৬,৩২,৭৯৭। এদিন রাজ্যে সুস্থতার হার ৯৬.৪০ শতাংশ, যা গতকালের চেয়ে কম।
এদিকে, এদিন ফের একবার মানুষকে মাস্ক পরা এবং সমস্ত করোনা বিধি মেনে চলার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে সংক্রমণ এড়াতে যতটা সম্ভব ওয়ার্ক ফ্রমের ওপরে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী।