শর্ত সাপেক্ষে গঙ্গাসাগর মেলা করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই মতো কোভিড বিধি মেনে গঙ্গাসাগর মেলা (Ganga Sagar Mela 2022) আয়োজন করতে তৎপর দক্ষিণ ২৪ (South 24 Parganas) জেলা প্রশাসন। কোভিড পরিস্থিতিতে মেলায় আগত পুণ্যার্থীদের কথা ভেবে কাকদ্বীপ ও নামখানায় সেফহোম ও কোয়ারেন্টাইন সেন্টারের প্রস্তুতি ইতিমধ্যেই সেরে ফেলা হয়েছে। কাকদ্বীপ এলাকায় দুটি কোয়ারেন্টাইন সেন্টার ও তিনটি সেফহোম থাকছে। অন্যদিকে নামখানায় একটি করে কোয়ারেন্টাইন সেন্টার ও সেফহোম করা হয়েছে।
গঙ্গাসাগর মেলায় আগত পুণ্যার্থীদের মধ্যে কেউ কোভিড পজিটিভ হলে সেই সেফহোম ও কোয়ারেন্টাইন সেন্টারগুলিকে কাজে লাগানো হবে। এই সমস্ত সেন্টারগুলিতে পুণ্যার্থীদের জন্য চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে খাবার ও পানীয় জলের আয়োজন রাখা হচ্ছে। এর পাশাপাশি জেলা প্রশাসন সূত্রে খবর, কোভিড বিধির কথা মাথায় রেখে ৫০% যাত্রী নিয়ে লট নম্বর এইট থেকে কচুবেড়িয়া পর্যন্ত ভেসেল চালানো হবে। ভেসেলগুলিকে ইতিমধ্যেই স্যানিটাইজ করা হয়েছে। পাশাপাশি প্রতিটি ট্রিপের পরেও সেগুলিকে স্যানিটাইজ করা হবে বলে জানা যাচ্ছে।
এছাড়া লট নম্বর এইট ও নামখানা জেটিঘাট গুলিতে মাক্স পরা নিয়ে কড়া নজরদারি চালানো হচ্ছে। প্রশাসনের তরফে চালানো হচ্ছে সচতনতামূলক প্রচার। জেটিতে ঢোকার আগে প্রতিটি ঘাটে ব্যবহার করা হচ্ছে সেনিটাইজার টানেল, যার মধ্য দিয়ে স্যানিটাইজ করে যাত্রীদের ভেসেলে তোলা হচ্ছে। সব মিলিয়ে কোভিড বিধি মেনে ২০২২-এর গঙ্গাসাগর মেলা করতে বদ্ধপরিকর জেলা প্রশাসন।