scorecardresearch
 

Corona Vaccination Drive: মোদী ও অন্যান্য মুখ্যমন্ত্রীরাও নিচ্ছেন করোনার ভ্যাকসিন, দ্বিতীয় পর্যায়ের টিকাকরণে বড় সিদ্ধান্ত!

দেশের সব সাংসদ, বিধায়ক, যাঁদের বয়স ৫০ বছরের বেশি, তাঁদের সবাইকে দ্বিতীয় দফায় টিকা দেওয়া হবে। বর্তমানে করোনা টিকাকরণের প্রথম দফার টিকা অভিযান চলছে। ইতিমধ্যেই ৭ লক্ষের বেশি স্বাস্থ্যকর্মীকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে।

Advertisement
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
হাইলাইটস
  • দ্বিতীয় পর্যায়ে সবাইকে টিকা দেওয়া হবে
  • দ্বিতীয় পর্যায়ে টিকা নেবেন প্রধানমন্ত্রী মোদী
  • টিকা নেবেন মুখ্যমন্ত্রীরাও

দেশজুড়ে করোনার টিকাকরণের দ্বিতীয় পর্যায়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অন্যান্য সব মুখ্যমন্ত্রীদের ভ্যাকসিন দেওয়া হবে। দ্বিতীয় পর্যায়ে ৫০ বছরের বেশি বয়সের মানুষদের টিকা দেওয়া হবে। ভ্যাকসিন নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে মোদী জানান, টিকা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। দ্বিতীয় পর্যায়ে সবাইকে টিকা দেওয়া হবে, যাঁরই ৫০ বছরের ঊর্ধ্বে বয়স।

দেশের সব সাংসদ, বিধায়ক, যাঁদের বয়স ৫০ বছরের বেশি, তাঁদের সবাইকে দ্বিতীয় দফায় টিকা দেওয়া হবে। বর্তমানে করোনা টিকাকরণের প্রথম দফার টিকা অভিযান চলছে। ইতিমধ্যেই ৭ লক্ষের বেশি স্বাস্থ্যকর্মীকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে।

করোনার টিকাকরণের দ্বিতীয় পর্যায়ে সেনা, আধাসেনা ও ৫০ বছরের ঊর্ধ্বে যাঁদের বয়স, তাঁদের ভ্যাকসিন দেওয়া হবে। তবে দ্বিতীয় পর্যায়ের টিকাকরণ কবে থেকে শুরু হবে, তা এখনও জানা যায়নি। স্বাস্থ্যকর্মীদের টিকাকরণের পরে দ্বিতীয় পর্যায়ের টিকাকরণ শুরু হবে।

কেন্দ্র প্রতিটি রাজ্য সরকারকে জানিয়েছে, কোন সেশনে কোন ভ্যাকসিন দেওয়া হবে, তা নির্ভর করছে রাজ্য সরকারের উপর। এখনও পর্যন্ত উত্তরপ্রদেশ, রাজস্থান প্রথম পর্যায়ের লক্ষ্যমাত্রা দ্রুত পূরণের দিকে এগোচ্ছে।

টিকাকরণ অভিযান শুরুর দিন প্রধানমন্ত্রী বলেন, 'ভ্যাকসিনের দুটি ডোজ রয়েছে। এক মাসের মধ্যেই এই দুটি ডোজ নিতে হবে। ভ্রান্তির কোনও স্থান নেই। প্রথম ডোজ দুসপ্তাহের মধ্যেই কাজ করবে।আপনারা করোনার সময়কালে ধৈর্য দেখিয়েছিলেন, টিকা দেওয়ার সময় আপনার একই ধৈর্য প্রদর্শন করুন। টিকাকরণের পরও মাস্ক পড়তে হবে, ২ গজের দূরত্ববিধি মানতে হবে। গা ঢিলে দিলে পরিণতি কঠিন হতে পারে।' 

Advertisement