scorecardresearch
 

Covid-19 Cases: দেশে COVID সংক্রমণ বাড়ল একলাফে! চিন্তায় ফেলছে কেরল

বুধবার সকালে দেওয়া রিপোর্ট অনুসারে, নতুন করে ৪৩ হাজার ৬৫৪ জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ৪১ হাজার ৬৭৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে দেশে নথিভূক্ত অ্যাকটিভ রোগীর সংখ্যা ৩ লক্ষ ৯৯ হাজার ৪৩৬ জন। অপরদিকে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৬ লক্ষ ৬৩ হাজার ১৪৭ জন। এখনও পর্যন্ত ৪ লক্ষ ২২ হাজার ২২ জনের মৃত্যু হয়েছে এই অতিমারির প্রকপে।

Advertisement
করোনার প্রকপ বাড়ল দেশজুড়ে করোনার প্রকপ বাড়ল দেশজুড়ে
হাইলাইটস
  • বুধবার সকালে দেওয়া রিপোর্ট অনুসারে, নতুন করে ৪৩ হাজার ৬৫৪ জন আক্রান্ত হয়েছেন
  • গত ২৪ ঘণ্টায় ৪১ হাজার ৬৭৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন
  • বর্তমানে দেশে নথিভূক্ত অ্যাকটিভ রোগীর সংখ্যা ৩ লক্ষ ৯৯ হাজার ৪৩৬ জন

দেশে করোনা(Corona) সংক্রমণের হার ফের কিছুটা বাড়ল। ফলে চিন্তার কারণও বাড়ল সেই সঙ্গে। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে নতুন করে ৪৩ হাজার ৬৫৪ জন সংক্রমিত(Covid-19) হয়েছেন। মৃত্যু হয়েছে ৬৪০ জনের। তবে এসবের মাঝে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কপালে ভাঁজ ফেলেছে কেরল। কারণ মঙ্গলবার দেশের মোট আক্রান্তের অর্ধেকের বেশিই ছিল কেরালা থেকে। ২৯ মে'র পর  সেখানে এই প্রথম ২২ হাজার ১২৯ জনের আক্রান্ত হওয়ার খবর মিলেছে। 

বুধবার সকালে দেওয়া রিপোর্ট অনুসারে, নতুন করে ৪৩ হাজার ৬৫৪ জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ৪১ হাজার ৬৭৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে দেশে নথিভূক্ত অ্যাকটিভ রোগীর সংখ্যা ৩ লক্ষ ৯৯ হাজার ৪৩৬ জন। অপরদিকে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৬ লক্ষ ৬৩ হাজার ১৪৭ জন। এখনও পর্যন্ত ৪ লক্ষ ২২ হাজার ২২ জনের মৃত্যু হয়েছে এই অতিমারির প্রকপে। 

কেরল করোনা সংক্রমণ-

কেরলে মঙ্গলবার এক ধাক্কায় ২২ হাজার ১২৯টি নতুন কোভিড-১৯ কেস মিলেছে। এর ফলে সে রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা ৩৩ লক্ষ ৫ হাজার ২৪৫ হল। গত ২৪ ঘণ্টায় ১৫৬ জনের মৃত্যুর ফলে সেখানে মোট মৃতের সংখ্যাও দাঁড়াল ১৬ হাজার ৩২৬ জন।

অন্যদিকে, মহিরাষ্ট্রে নতুন করে ৬ হাজার ২৫৮ জন আক্রান্ত হওয়ার খবর মিলেছে। মৃত্যু হয়েছে ২৫৪ জনের। ফলে সেখানেও আক্রান্ত ও মৃতের সংখ্যা নেহাতই কম নয়। মোট সংক্রমণের সংখ্যা সেখানে ৬২ লক্ষ ৭৬ হাজার ৫৭ জন। মৃতের সংখ্যা ১ লক্ষ ৩১ হাজার ৮৫৯ জন।    

গত ২৪ ঘণ্টাতে নতুন করে কোভিড পরিস্থিতি খারাপ হচ্ছে তামিলনাডু ও ওড়িশা। সেখানেও মঙ্গলবার আক্রান্তের সংখ্যা দেড় হাজারের বেশি ছিল। সব থেকে যে বিষয়টি ভাবাচ্ছে তা হল মৃত্যুর সংখ্যা। 

Advertisement

এক নজরে দেখে নেওয়া যাক কোন রাজ্যে এখন পরিস্থিতি ভয়াবহ-

কেরল- ২২, ১২৯ কেস
মহারাষ্ট্র- ৬, ২৫৮ কেস
মিজ়োরাম- ১,৮৪৫ কেস
তামিলনাডু- ১, ৭৬৭ কেস
ওড়িশা- ১, ৬২৯ কেস

এছাড়াও, অসমে নতুন করে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৩৬ জন আক্রান্ত। মৃত্যু হয়েছে ১৮ জন।

Advertisement