'আমাকে গর্ভবতী করার জন্য একটা পুরুষ চাই। ২৫ লক্ষ টাকা দেব'। সোশ্যাল মিডিয়ায় এমন বিজ্ঞাপন তো হামেশাই দেখেন। মহারাষ্ট্রের পুণের কাহিনি শুনলে চমকে যাবেন। ঘটনাটা সেপ্টেম্বরের। মোবাইল ফোনে গর্ভবতী হওয়ার চাকরির বিজ্ঞাপনের একটি ভিডিও পান এক ঠিকাদার। তাতে বলা হয়েছিল,'আমি এমন একজন পুরুষ চাই যে আমাকে মা বানাতে পারবে। সে শিক্ষিত কিনা, কোন জাতের, সে ফর্সা না কালো সেটা কোনও ব্যাপার না'। ভিডিওতে একটি নম্বরও দেওয়া হয়েছিল। লোভে পড়ে ঠিকাদার ওই ফোন করেন। একজন ফোন ধরেন। বলা হয়, এ কাজের জন্য আগে পরিচয়পত্র দিয়ে নাম তুলতে হবে। ঠিকাদারও রাজি। তারপর আসল খেলা শুরু। কখনও প্রসেসিং ফি, কখনও মেম্বারশিপ ফি, কখনও আবার সিকিউরিটি চার্জ- নানা বাহানায় ১১ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়। সন্দেহ হওয়ার পর থানায় যান সেই পুরুষ। পুলিশি তদন্তে জানা গিয়েছে, এটা একটা বিরাট সাইবার প্রতারণা চক্র।