scorecardresearch
 

ফের অশান্ত কাশ্মীর! জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা বিজেপি নেতা

কাশ্মীরের পুলওয়ামায় বিজেপি নেতাকে গুলি করে হত্যা করল জঙ্গিরা। বুধবার রাতে ঘটনা পুলওয়ামার ত্রাল এলাকায় ঘটনাটি ঘটে। ওই বিজেপি নেতা স্থানীয় একজন কাউন্সিলর। তাঁর নাম রাকেশ পণ্ডিত। তাঁর নিরাপত্তার জন্য ২ জন পিএসও দেওয়া হয়েছিল। কিন্তু জানা যাচ্ছে নিরাপত্তা ছাড়াই ত্রাল এলাকায় গিয়েছিলেন ওই নেতা। তখনই জঙ্গিরা গুলি করে হত্যা করে তাঁকে। 

Advertisement
মৃত বিজেপি নেতা রাকেশ পণ্ডিত। ছবি- আজ তক মৃত বিজেপি নেতা রাকেশ পণ্ডিত। ছবি- আজ তক
হাইলাইটস
  • ফের অশান্ত কাশ্মীর
  • জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা বিজেপি নেতা
  • সন্ত্রাসীদের ধরতে তল্লাশি চালানো হয়েছে

কাশ্মীরের পুলওয়ামায় বিজেপি নেতাকে গুলি করে হত্যা করল জঙ্গিরা। বুধবার রাতে ঘটনা পুলওয়ামার ত্রাল এলাকায় ঘটনাটি ঘটে। ওই বিজেপি নেতা স্থানীয় একজন কাউন্সিলর। তাঁর নাম রাকেশ পণ্ডিত। তাঁর নিরাপত্তার জন্য ২ জন পিএসও দেওয়া হয়েছিল। কিন্তু জানা যাচ্ছে নিরাপত্তা ছাড়াই ত্রাল এলাকায় গিয়েছিলেন ওই নেতা। তখনই জঙ্গিরা গুলি করে হত্যা করে তাঁকে। 

মৃত বিজেপি নেতা

গুলি করার পরে আহত অবস্থায় রাকেশকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরেই তৎপর হয়েছে পুলিশ। ওই সন্ত্রাসীদের ধরতে তল্লাশি চালানো হয়েছে। ঘটনার তীব্র নিন্দা করে শোক প্রকাশ করেছেন জম্মু-কাশ্মীরের রাজ্যপাল মনোজ সিনহা। তিনি বলেন, "খুবই দুঃখজনক খবর। এই হামলার তীব্র নিন্দা জানাই। মৃতের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। জঙ্গিদের ঘৃণ্য মানসিকতা কোনওদিন সফল হতে পারবে না। এই কাজের জন্য তাদের সবাইকে বিচারের আওতায় নিয়ে আসা হবে।" 

আরও পড়ুন, নেই আইনজীবী, ধৃত জঙ্গির জেল হেফাজতের নির্দেশ NIA আদালতের

একাই গিয়েছিলেন ত্রাল এলাকায়

জানা গিয়েছে, ত্রালে রাকেশ পণ্ডিত এক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তখনই সুযোগ নিয়ে হামলা করে জঙ্গিরা। ৩ জন জঙ্গি হামলার পিছনে রয়েছে বলে অনুমান পুলিশের। তবে নিরাপত্তা থাকা সত্ত্বেও কেন ওই বিজেপি নেতা একা ওই এলাকায় গেলেন, তা নিয়েও উঠছে প্রশ্ন। হামলায় জখম হয়েছেন এক মহিলাও। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনার পরেই গোটা এলাকাটি ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। জঙ্গিদের গ্রেফতারের চেষ্টা চলছে। তবে আক্রমণকারীদের সম্পর্কে খুব বেশি তথ্য প্রকাশ করা হয়নি। ঘটনার পরে তীব্র নিন্দা করেছেন কাশ্মীরের রাজনীতিবিদ সাজ্জাদ লোক। বন্দুকই কাশ্মীরের বড় দুর্ভাগ্য বলে সাজ্জাদ ট্যুইট বার্তায় জানান, "এই বন্দুক আমাদের কাছে অভিশাপ। নিরস্ত্র অস্ত্রের শিকার হয়েছেন। বন্দুকধারীরা যেখান থেকে এসেছেন সেখানে ফিরে যান। কাশ্মীর অনেক সহ্য করেছে।"

Advertisement

উপত্যকায় একাধিক বিজেপি নেতা জঙ্গিদের হানার শিকার

মৃত বিজেপি নেতা রাকেশ পণ্ডিত ত্রাল পৌর কমিটির চেয়ারম্যান এবং পুলওয়ামা জেলা বিজেপি ইউনিটের সম্পাদক ছিলেন। তিনি কাশ্মীরের রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ছিলেন এবং অনেক সময়ে উপত্যকার গুরুত্বপূর্ণ ইস্যুতে তাঁর বক্তব্যও শোনা গিয়েছিল। এর আগেও ভূস্বর্গে একাধিক বিজেপি নেতা জঙ্গিদের হানার শিকার হয়েছেন। 

Advertisement