scorecardresearch
 

ভোটের আগে মালদায় বেআইনি অস্ত্র কারখানার হদিশ, গ্রেফতার ২

নির্বাচনের আগে বেআইনি অস্ত্র (Illegal Arms) কারখানার হদিশ। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার (Malda) কালিয়াচকের করারিচাদপুর গ্রামে। বেআইনি ওই কারখানা থেকে প্রচুর পরিমান অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম এবং কার্তুজ বাজেয়াপ্ত করেছে পুলিশ (Police)। ঘটনায় এখনও পর্যন্ত দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement
অস্ত্র কারখানার হদিশ অস্ত্র কারখানার হদিশ
হাইলাইটস
  • বেআইনি অস্ত্র কারখানার হদিশ
  • গ্রেফতার ২, ধৃতরা বিহারের বাসিন্দা
  • ফেরার বাড়ির মালিক


নির্বাচনের আগে বেআইনি অস্ত্র (Illegal Arms) কারখানার হদিশ। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার (Malda) কালিয়াচকের করারিচাদপুর গ্রামে। বেআইনি ওই কারখানা থেকে প্রচুর পরিমান অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম এবং কার্তুজ বাজেয়াপ্ত করেছে পুলিশ (Police)। ঘটনায় এখনও পর্যন্ত দুই জনকে গ্রেফতার করা হয়েছে। 

জানা গেছে করারিচাদপুর গ্রামের একটি বাড়িতে বেআইনি ভাবে প্রচুর পরিমানে অত্য়াধুনিক অস্ত্র তৈরি হচ্ছে বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ। সেই মত শনিবার যৌথ ভাবে ওই বাড়িতে হানা দেন এসটিএফ ও কালিয়াচক থানার পুলিশ কর্মীরা। বেশ কয়েক ঘণ্টা ধরে চালানো হয় অভিযান। বাজেয়াপ্ত করা হয় প্রচুর অস্ত্র। গ্রেফতার করা হয় দুই জনকে। পুলিশ সূত্রে খবর ধৃতদের নাম মহম্মদ আজম ও ফারুক আলম। ধৃতদের বাড়ি বিহারে বলে জানতে পেরেছে পুলিশ। এরা অস্ত্র তৈরির জন্যই সেখানে উপস্থিত হয়েছিল বলে জানা গেছে। তাদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রে আরও কারা কারা জড়িত রয়েছে তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। তবে বাড়ির মালিক হুমায়ন শেখ ফেরার। তাঁর খোঁজেও চলছে তল্লাশি।

নির্বাচনের আগে এই ঘটনা রীতিমতো দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে জেলার পুলিশ প্রশাসনের কপালে। আগামিদিনেও এই ধরনের তল্লাশি চলবে বলেই খবর। প্রসঙ্গত রাজ্যে বোমাগুলির কারখানা তৈরি হয়েছে বলে প্রায়শই অভিযোগ তুলছেন বিরোধীরা। যদিও সেই অভিযোগ বারে বারেই খণ্ডন করে এসেছে সরকার তথা রাজ্যের শাসক দল। তবে এই ঘটনা বিরোধীদের অভিযোগের পালে নতুন করে হাওয়া লাগাবে বলেই মনে করা হচ্ছে। এদিকে রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচন করাতে বন্ধ পরিকর নির্বাচন কমিশনও। যদিও রাজনৈতিক মহলের আশঙ্কা নির্বাচন যত এগিয়ে আসবে ততই আরও বেশি করে উঠে আসতে পারে এই ধরনের ঘটনা।   

 

Advertisement

Advertisement