scorecardresearch
 
Advertisement

VIDEO: অবৈধভাবে বর্ডার পারাপারের চেষ্টা, আটক দুই বাংলাদেশি মহিলা

VIDEO: অবৈধভাবে বর্ডার পারাপারের চেষ্টা, আটক দুই বাংলাদেশি মহিলা

নদীয়া (Nadia) জেলার কৃষ্ণনগর উত্তরের ভীমপুর থানা (Bhimpur Police Station)-এর অন্তর্গত রাঙ্গিয়ারপোতা গ্রাম, যেখানে দীর্ঘ চার কিলোমিটার কোন ফেন্সিং তারকাটা নেই। এখান দিয়েই মূলত মানুষ ও গরুসহ অনেক পণ্য অবাধে চোরাচালান হয়। এমনই নানান আভিযোগ উঠে আসার পর, ওই স্থানে বিএসএফের টহল বাড়ানো হয়। তারপরেই এদিন দুপুরে বাংলাদেশর দুজন মহিলা (Two Bangladeshi woman), বাংলাদেশী দালালের সহায়তায় বর্ডার (Border) পার করে ভারতে প্রবেশ করার চেষ্টা করলে, সেখানে মোতায়েন বিএসএফ (BSF) ৪২ নম্বর ব্যাটেলিয়ানের জোয়ানরা মেয়ে দুটিকে ধরে ফেলে। ওই সময় দালালটি বিএসএফের চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। দুজনকেই গতকাল সন্ধ্যায় বিএসএফ এর তরফে ভীমপুর থানায় হস্তান্তর করা হয়। তারা কি উদ্দেশ্যে এখানে এসেছে তা এখনও সনাক্ত করা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে তারা এই রুট দিয়ে প্রায়শই যাতায়াত করতো। আজ ভীমপুর থানা ওই দুই মহিলাকে স্পেশাল কোর্টে হাজির করে। তারা কি উদ্দেশ্যে এই রুট দিয়ে অবৈধভাবে যাতায়াত করতো তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement