scorecardresearch
 
Advertisement
দেশ

Bengaluru: জলের তলায় বেঙ্গালুরু, ট্র্যাক্টরে অফিসের পথে IT কর্মীরা, VIDEO VIRAL

অতিবৃষ্টিতে
  • 1/9

Bengaluru: অতিবৃষ্টিতে বিপর্যস্ত বেঙ্গালুরুতে বেশিরভাগ এলাকা। জলমগ্ন অধিকাংশ এলাকা। জোরকদমে চলছে উদ্ধারকার্য। তবে এরই মধ্যে বেশ কিছু এলাকায় নতুন করে বৃষ্টি শুরু হয়েছে। তবে আরও দুর্যোগের আশঙ্কা করছেন অনেকে। 

বাসবরাজ
  • 2/9

বেঙ্গালুরুর পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই বলেন, শেষ কয়েক বছরে এমন বৃষ্টি হয়নি। শহরের সমস্ত জলের ট্যাঙ্ক ভর্তি হয়ে গিয়েছে।

পাঠানোর
  • 3/9

তবে দ্রুত আটকে পড়া মানুষদের বিশুদ্ধ জল পাঠানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি। 

Advertisement
অফিস
  • 4/9

তবে এর মধ্যে বিপাকে পড়েছে তথ্য প্রযুক্তি সংস্থার কর্মীরা। এই বৃষ্টির মধ্যেও অফিস যেতে হচ্ছে।

ভাইরাল
  • 5/9

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়। দেখা যায় যে, ট্রাক্টর ভাড়া করে অফিস যাচ্ছেন আইটি কর্মীরা। 

সময়ে
  • 6/9

এক যুবতীর মৃত্যুর খবরও সামনে এসেছে। জানা গিয়েছে, অফিস থেকে বাড়ি ফিরছিলেন ওই যুবতী। সেই সময়ে স্কুটি থেকে জলমগ্ন রাস্তায় পড়ে যায়। সেখানেই বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর।

রাস্তায়
  • 7/9

টানা বৃষ্টির জেরে শহরের ট্রাফ্রিকের হালও বেহাল হয়ে গিয়েছে। দীর্ঘক্ষণ ধরে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে একাধিক গাড়ি।

Advertisement
বেঙ্গালুরুর
  • 8/9

বিভিন্ন জায়গায় আটকে পড়া মানুষদের উদ্ধার করছেন বেঙ্গালুরুর রাজ্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুলিশ, দমকল।

বিপাকে
  • 9/9

পথ কুকুরদেরও উদ্ধার করা হচ্ছে। জলমগ্ন অবস্থা থাকায় বিপাকে পড়েছে পথ চলতি কুকুরগুলিও।

Advertisement