scorecardresearch
 
Advertisement
দেশ

Cyclone Jawad : দুর্যোগ শেষে বিকেলে রোদের নরম আলো মেখে ঝলমলে পুরী

Cyclone Jawad update turns into a deep depression Puri is normal abk one
  • 1/16

Cyclone Jawad: ঘূর্ণিঝড় জাওয়াদ থেকে যেন বেঁচে গেল পুরী! সরাসরি প্রভাব ফেলেনি। দেখা যায়, রবিবার বিকেল মেঘ কেটে যায়।

আরও পড়ুন: ঠান্ডা কড়া নেড়েছে, দার্জিলিং জমজমাট! মজেছেন পর্যটকেরা

আরও পড়ুন: COVID-ধাক্কা, প্রতি ৩ জনের মধ্যে একজনের ব্যক্তিগত জীবনে খারাপ প্রভাব 

 

Cyclone Jawad update turns into a deep depression Puri is normal abk two
  • 2/16

সেখানকার আকাশ বেশ ঝলমলে। আবাহাওয়া মনোরম। আর তা দেখে রাস্তায় নেমে পড়েন মানুষজন। এমনই ছবি দেখা গেল।

আরও পড়ুন: COVID-ধাক্কা, প্রতি ৩ জনের মধ্যে একজনের ব্যক্তিগত জীবনে খারাপ প্রভাব 

 

Cyclone Jawad update turns into a deep depression Puri is normal abk three
  • 3/16

এদিন বিকেল থেকে পুরী যেন স্বাভাবিক হয়ে যায়। রাস্তাঘাটে আগের মতো মানুষের ভিড়।

আরও পড়ুন: ঝমঝমিয়ে লোকাল চলতেই ফের জায়গা দখল ওদের! বাড়ছে কদর 
 

Advertisement
Cyclone Jawad update turns into a deep depression Puri is normal abk four
  • 4/16

দিব্যি আড্ডা জুড়ে দিয়েছেন তারা। গল্প করছেন, ঘুরে বেড়াচ্ছেন সমুদ্রের ধারে, বালুতটে।

Cyclone Jawad update turns into a deep depression Puri is normal abk five
  • 5/16

এঁদের মধ্যে অনেকে মাস্ক পরেছিলেন। অনেকে আবার তা পরেননি। 

Cyclone Jawad update turns into a deep depression Puri is normal abk six
  • 6/16

বিকেলে নরম রোদের আলো মেখেছিল পুরী। দেখতে লাগছিল অনবদ্য সন্দেহ নেই।

আরও পড়ুন: কবর থেকে বের করলেন বন্ধুর লাশ, তারপর বাইকে শহর ঘুরলেন যুবক

Cyclone Jawad update turns into a deep depression Puri is normal abk seven
  • 7/16

এদিকে, ঘূর্ণিঝড় জাওয়াদ (Cyclone Jawad) দুর্বল হয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে বলে পূর্বাভাস আবহাওয়াবিদদের। বাংলা থেকে দুর্যোগ কাটবে কবে, তা নিয়ে প্রশ্ন। জাওয়াদ আরও একটু ভোগাবে বাংলাকে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন তেমনই।

Advertisement
Cyclone Jawad update turns into a deep depression Puri is normal abk eight
  • 8/16

সেটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে। পুরী থেকে দক্ষিণ, দক্ষিণ-পূর্ব দিকে ৭০ কিলোমিটার দূরে। সেটি আগামী ৩ ঘণ্টার শক্তি হারাবে। এবং দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর ওডিশা উপকূল ধরে বাংলার উপকূলের দিকে এগোবে। রাতে আরও শক্তি হারাবে। ৫ ডিসেম্বর মধ্যরাতে নিম্নচাপে পরিণত হবে।

Cyclone Jawad update turns into a deep depression Puri is normal abk nine
  • 9/16

এর পর ৫ এবং ৬ ডিসেম্বর দু'দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

Cyclone Jawad update turns into a deep depression Puri is normal abk ten
  • 10/16

৫ তারিখ দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগণায় এবং ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।

Cyclone Jawad update turns into a deep depression Puri is normal abk eleven
  • 11/16

দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি যেমন হাওড়া, কলকাতা, হুগলি, বর্ধমান, মুর্শিদাবাদে ইত্যাদিতে ভারী বৃষ্টি হবে। কাল, সোমবারও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।

Advertisement
Cyclone Jawad update turns into a deep depression Puri is normal abk twelve
  • 12/16

ভাল খবর বলতে ৭ তারিখ থেকে আবহাওয়ায় উন্নতি হবে দক্ষিণবঙ্গে।

Cyclone Jawad update turns into a deep depression Puri is normal abk thirteen
  • 13/16

পশ্চিমবঙ্গের উপকুলে ৪০-৫০ থেকে সর্বোচ্চ ৬০ কিমি বেগে হওয়া বইবে। ৬ তারিখের পর থেকে কমবে।

Cyclone Jawad update turns into a deep depression Puri is normal abk fourteen
  • 14/16

উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণা, ২ মেদিনীপুরে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে হাওয়া বইতে পারে। যা ঘণ্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় পৌঁছতে পারে।

Cyclone Jawad update turns into a deep depression Puri is normal abk fifteen
  • 15/16

মৎস্যজীবিদের ৬ তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে মানা করা হয়েছে। কলকাতার আজ, রবিবার থেকে কাল, সোমবার সকাল পর্যন্ত ভারী বৃষ্টি হবে। কিছু জায়গায় জল জমার সম্ভাবনা রয়েছে। জানাচ্ছেন আবাহওয়াবিদরা।

Advertisement
Cyclone Jawad update turns into a deep depression Puri is normal abk sixteen
  • 16/16

কাল, সোমবার ধীরে ধীরে উপকূল এলাকায় হাওয়ার গতিবেগ কমতে থাকবে। ঘটনা হল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শনিবার থেকে বৃষ্টি শুরু হয়েছে। আর এর ফলে কলকাতার বিভিন্ন অংশে জল জমে গিয়েছে। তাই সমস্যায় পড়েছেন মানুষ। বৃষ্টি চলতে থাকলে সমস্যা আরও বাড়তে পারে। টানা বৃষ্টিতে নিকাশির সমস্যা হয়।

Advertisement