scorecardresearch
 
Advertisement
দেশ

Republic Day Farmers' Rally: ভারতের 'ক্যাপিটল হিল'! লালকেল্লায় যখন নিজেদের ঝান্ডা উড়িয়ে দিলেন কৃষকরা, দেখুন

লালকেল্লায় উড়ল কৃষকের ঝান্ডা
  • 1/9

গণতন্ত্র দিবসে কৃষি আইনের বিরুদ্ধে বেনজির কৃষক আন্দোলনের সাক্ষী হল দেশ। কৃষকদের ট্র্যাক্টর র‌্যালি পৌঁছে গেল লালকেল্লা। (ছবি: ইয়াসির ইকবাল)

লালকেল্লায় উড়ল কৃষকের ঝান্ডা
  • 2/9

কৃষকরা লালকেল্লা পৌঁছে প্রথমে পাঁচিল টপকানোর চেষ্টা করলেন। তারপর যে জায়গায় ১৫ অগাস্টে প্রধানমন্ত্রী দেশের পতাকা উত্তোলন করেন, ঠিক সেখানেই নিজেদের ঝান্ডা উড়িয়ে দিলেন তাঁরা। (ছবি: ইয়াসির ইকবাল)
 

লালকেল্লায় উড়ল কৃষকের ঝান্ডা
  • 3/9

লালকেল্লা পৌঁছেই কৃষকরা স্লোগান দিতে শুরু করেন। লালকেল্লার সামনে কৃষকদের ঠেকাতে পুলিশ ব্যারিকেড লাগিয়েছিল। কিন্তু তাঁরা ব্যারিকেড ভেঙে লালকেল্লায় ঢুকে পড়লেন। ( ছবি: ইয়াসির ইকবাল)
 

Advertisement
লালকেল্লায় উড়ল কৃষকের ঝান্ডা
  • 4/9

দিল্লি পুলিশ আজকের ট্র্যাক্টর র‍্যালির অনুমতি দিয়েছিল। কিন্তু মঙ্গলবার সকাল থেকেই দিল্লির নানা সীমান্তে কৃষকরা জড়ো হতে থাকেন। লালকেল্লায় পৌঁছে তাঁরা নাচ-গানও করেন। সেই সব ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।  (ছবি: চন্দ্রদীপ কুমার)

লালকেল্লায় উড়ল কৃষকের ঝান্ডা
  • 5/9

একের পর এক ট্র্যাক্টর জড়ো হতে থাকে লালকেল্লায়। গোটা লালকেল্লা জুড়ে শুধুই ট্র্যাক্টর। (ছবি: চন্দ্রদীপ কুমার)

লালকেল্লায় উড়ল কৃষকের ঝান্ডা
  • 6/9

গাজীপুর সীমানায় কৃষক ও পুলিশের মধ্যে সংঘর্ষও হয়। পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন কৃষকরা। (ছবি: চন্দ্রদীপ কুমার)
 

লালকেল্লায় উড়ল কৃষকের ঝান্ডা
  • 7/9

প্রথমে কৃষকরা বলেছিলেন, লালকেল্লা থেকে তাঁরা প্যারেড করতে চান। কিন্তু দিল্লি পুলিশ তার অনুমতি দেয়নি। (ছবি: চন্দ্রদীপ কুমার)

Advertisement
লালকেল্লায় উড়ল কৃষকের ঝান্ডা
  • 8/9

আইটিও-তে এখনও প্রচুর পুলিশ মোতায়েন করা রয়েছে। আইটিও-তে কৃষকদের উপর লাঠি চার্জ করে পুলিশ। (ছবি: চন্দ্রদীপ কুমার)


 

লালকেল্লায় উড়ল কৃষকের ঝান্ডা
  • 9/9

এ দিন লালকেল্লায় ঝান্ডা উড়িয়েই আন্দোলকারী কৃষকরা কার্যত উত্‍সব শুরু করে দেন। ছবি: চন্দ্রদীপ কুমার

Advertisement