scorecardresearch
 
Advertisement
দেশ

PHOTOS: ইতিহাস সৃষ্টি করে মহাকাশে পাড়ি ভগবত গীতার, সাফল্যের সঙ্গী প্রধানমন্ত্রীর ছবিও

ISRO
  • 1/7


নতুন বছরের প্রথম মহাকাশ অভিযান ইসরোর। রবিবার সকালে মহাকাশে ব্রাজিলের আমাজোনিয়া-১ সহ ১৯টি উপগ্রহ পাঠাল ইসরোর পিএসএলভি-সি৫১ রকেট। 

ISRO
  • 2/7

সেইসঙ্গে ইতিহাস সৃষ্টি করে মহাকাশে ভগবত গীতার ডিজিটাল কার্ড ভার্সন পাঠাল ইসরো। 

ISRO
  • 3/7

শ্রীহরিকোটা মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে এই রকেট উৎক্ষেপণ হয়। । রবিবার সকাল ১০:২৪ মিনিটে শ্রীহরিকোটায়  ১৯টি স্যাটেলাইট নিয়ে  মহাকাশে পাড়ি দিল PSLV-C51। 
 

Advertisement
ISRO
  • 4/7


১৯টি স্যাটেলাইটের মধ্যে ছিল ব্রাজিলের অ্যামাজোনিয়া ১। এটাইই ISRO-র প্রথম বাণিজ্যিক অভিযান। এদিন স্যাটেলাইট লঞ্চের সময় সতীশ ধওয়ান মহাকাশ কেন্দ্রে উপস্থিত ছিল ব্রাজিলের প্রতিনিধি দল। ছিলেন ISRO-র প্রধান কে শিবনও। এই প্রথম ভারতের মাধ্যমে কোনও ব্রাজিলের স্যাটেলাইট লঞ্চ করা হল। ব্রাজিলিয়ান স্যাটেলাইট অ্যামাজোনিয়া ১-এর ওজন ৬৩৭ কেজি। উৎক্ষেপণের পর ব্রাজিলের টিমকে অভিনন্দন জানান ISRO প্রধান।

ISRO
  • 5/7

এদিন ভারতীয়  ১৮টি স্যাটেলাইট লঞ্চ হয়েছে তার মধ্যে একটিতে সাঁটানো ছিল  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। 

ISRO
  • 6/7

স্যাটেলাইটে কেন ভগবত গীতা ও প্রধানমন্ত্রী মোদীর ছবি রাখা হল? এই প্রসঙ্গে ISRO-র মন্তব্য, ‘যেহেতু স্যাটেলাইটটি আত্মনির্ভর ভারত মিশনের অধীনে তৈরি করা হয়েছে, তাই নরেন্দ্র মোদীর ছবি লাগানো হয়েছে। একই কারণে ভগবত গীতার ছবিও রাখা হয়েছে।’

ISRO
  • 7/7


এটি পিএসএলভি রকেটের ৫৩তম মিশন ছিল। দেশীয় উপগ্রহগুলির মধ্যে উল্লেখযোগ্য হল সতীশ ধাওয়ান স্যাট।

Advertisement