scorecardresearch
 
Advertisement
দেশ

CORONA কোপে অমরনাথও, স্থগিত রেজিস্ট্রেশন

Amarnath Yatra
  • 1/8

ভয়াবহ দেশের করোনা চিত্র। অতীতের সব রেকর্ড ভেঙে  ভারতের দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা বৃহস্পতিবার  ৩ লাখের গণ্ডি পার করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যানে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১৪ হাজার ৮৩৫ জন। দৈনিক আক্রান্তের নিরিখে যা এখনও সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যুর সংখ্যাও উদ্বেগ বাড়িয়েছে। একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২ হাজার ১০৪ জন। 

Amarnath Yatra
  • 2/8

এই যখন গোটা দেশের পরিস্থিতি তখন অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন সাময়িক ভাবে স্থগিত করা হল।  দেশের ভয়াবহ করোনা পরিস্থিতির জেরেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড। 
 

Amarnath Yatra
  • 3/8

দেশে করোনা সংক্রমণ যখন ক্রমে কমছিল তখন স্থির হয়েছিল এবছর ২৮ জুন থেকে শুরু হবে অমরনাথ যাত্রা। শেষ হবে ২২ অগাস্ট রাখির দিন। গত মার্চে জম্মু ও কাশ্মীরের উপ রাজ্যপাল মনোজ সিনহার উপস্থিতিতে রাজভবনে শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের বৈঠকে এ বছরের অমরনাথ যাত্রার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। 

Advertisement
Amarnath Yatra
  • 4/8

কথা ছিল এপ্রিলেই  শুরু হবে এবারের অমরনাথ যাত্রার জন্য নাম নথিভুক্ত করার প্রক্রিয়া। কিন্তু দেশে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় পুরো পরিস্থিতি এখন পাল্টে গিয়েছে।

Amarnath Yatra
  • 5/8

তবে  শ্রী অমরনাথজি শ্রাইন  বোর্ডের পক্ষ থেকে এও জানানো হয়েছে, পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। পরিস্থিতির উন্নতি হলেই ফের খোলা হবে রেজিস্ট্রেশনের প্রক্রিয়া।
 

Amarnath Yatra
  • 6/8


গত বছর করোনা আবহে অমরনাথ যাত্রা স্থগিত হয়ে যায়। গতবার অমরনাথ যাত্রা শুরু হওয়ার কথা ছিল ২১ জুলাই। ৩ অগাস্ট শেষ হওয়ার কথা ছিল। কিন্তু শেষপর্যন্ত তা আর সম্ভবপর হয়ে ওঠেনি।
 

Amarnath Yatra
  • 7/8

এবার করোনা সতর্কতা মেনেই অমরনাথ যাত্রা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড।  যাত্রা নির্বিঘ্নেই হবে বলে আশা করছিলেন  পুণ্যার্থীরা।  
 

Advertisement
Amarnath Yatra
  • 8/8

৩৮৮০ মিটার উচ্চতায় অমরনাথের গুহার উদ্দেশ্যে প্রতি বছরই অসংখ্য তীর্থ যাত্রী যাত্রা করেন ৷ এবছর ৫৫ বছরের উর্ধ্বে কোনও তীর্থ যাত্রীকে যাত্রার অনুমতি দেওয়া হবে না স্থির হয়েছিল। যাঁরা যাবেন, তাঁদের করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকতে হবে। তবে আপাতত করোনা সংক্রমণ লাগামহীন হওয়ায় সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া স্থগিত করা হল।

Advertisement