উত্তরপ্রদেশের লখিমপুর খেরির একটি স্কুলে হঠাৎ দেখা মিলল বিষধর কোবরা সাপের। বানকেগঞ্জ এলাকার ওই উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের প্রিন্সিপালের ঘরের কোণে সাপটি ফণা তুলে বসে ছিল। বিষয়টি দেখতে পেয়ে আতঙ্কে চিৎকার করে পালায় ছাত্রছাত্রীরা। শিক্ষকরা সঙ্গে সঙ্গে স্কুল খালি করে বনদফতরে খবর দেন। বনকর্মীরা এসে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সাপটিকে রেসকিউ করে কাছের জঙ্গলে ছেড়ে দেয়। গোটা ঘটনাটির ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যেখানে বাচ্চাদের আতঙ্ক আর কোবরা সাপের উপস্থিতি স্পষ্টভাবে দেখা যাচ্ছে।