এয়ার ইন্ডিয়ায় বিমান সফর ঘিরে আতঙ্ক যেন কাটছেই না! এবার বিমানে আচমকা অসুস্থ হয়ে পড়লেন দুই ক্রু সদস্য এবং ৫ জন যাত্রী। লন্ডন-মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার বিমান এআই ১৩০-এ ওই ৭ জন অসুস্থ হয়ে পড়েন। আচমকা তাঁদের মাথা ঘোরা ও বমি বমি ভাব হয়।