উত্তর প্রদেশের আলিগড় জেলার বহুল চর্চিত শাশুড়ি ও জামাইয়ের পালিয়ে যাওয়ার ঘটনায় এসেছে নতুন মোড়। বিয়ের আগেই শাশুড়ি অনিতা দেবীর সঙ্গে পলায়নকারী যুবক রাহুল অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছেন। ১৬ এপ্রিল সকালে তাঁরা দু’জনেই হঠাৎ দাদন থানায় উপস্থিত হন, সেখান থেকেই পুলিশ তাঁদের আটক করে।