কুয়েতে প্রবাসী ভারতীয়দের উদ্দেশে AIMIM সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি বলেন, 'গতকাল, পাকিস্তানি সেনাপ্রধান সেদেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে একটি ছবি উপহার দিয়েছেন... সেটা ২০১৯ সালের চিনা সেনাবাহিনীর একটি মহড়ার ছবি। তাই দিয়ে দাবি করেছে যে এটি ভারতের বিরুদ্ধে জয়ের প্রমাণ। এই বোকা জোকাররা ভারতের বিরুদ্ধে কম্পিটিশন করতে চায়।'