সেপ্টেম্বরেই রক্তাক্ত হবে চাঁদ। আকাশে দেখা যাবে লাল চাঁদকে। যার পোশাকি নাম ব্লাড মুন। বাংলায় তর্জমায় রক্তাভ চাঁদ। ভারতে ৭-৮ সেপ্টেম্বর মধ্যরাতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আর দীর্ঘসময় ধরে ঘটবে চন্দ্রগ্রহণ। প্রায় ৮২ মিনিট। এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকার এবং ইউরোপ থেকেও চন্দ্রগ্রহণ দেখতে পারবেন মানুষ। আড়াই বছর পর ঘটে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। তবে এবারেরটা অন্যরকম। কারণ দীর্ঘ সময়।