হিমাচলের সোলনে বিপজ্জনকভাবে বাইক চালাতে গিয়ে বড়সড় দুর্ঘটনা। কালকা-শিমলা ন্যাশনাল হাইওয়ে-৫-এ বাইকে ঝড়ের গতিতে স্টান্ট করার সময় যুবক নিয়ন্ত্রণ হারান। বাইক ধাক্কা মারে ডিভাইডারে, তারপর গিয়ে দাঁড়িয়ে থাকা গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। ভিডিও ভাইরাল নেটমাধ্যমে।