বড়সড় অগ্নিকাণ্ড এবার হামসফর এক্সপ্রেসে। গুজরাতের ভালসাদে দাউ দাউ করে আগুন ধরল তিরুচিরাপল্লি-শ্রীগঙ্গানগর গামী হামসফর এক্সপ্রেসে। মূলত ইঞ্জিন থেকে আগুন লেগেছে বলে খবর। যাত্রীদের নামিয়ে দেওয়া হয় দ্রুত। ফলে সকলেই অক্ষত।