পাহাড়ের উপর থেকে ধেয়ে আসছে কাদা জল! মুহূর্তের মধ্যে হড়পা বানের গ্রাসে গোটা এলাকা। প্রাণপণে মানুষ বাঁচার চেষ্টা করছেন। উত্তরকাশীর পর এবার জম্মু-কাশ্মীরের কিস্তওয়াড়ে মচৈল মাতা মন্দিরের কাছে মেঘভাঙা বৃষ্টি। তার জেরে হড়পা বান। উৎসব উপলক্ষে সেখানে জড়ো হয়েছিলেন পুণ্যার্থীরা। তাঁবু খাটিয়ে থাকছিলেন। হড়পা বানে ভেসে গিয়েছেন। এই ভিডিওটি করার সময় মৃতের সংখ্যা ৪০ ছাড়িয়েছে। নিখোঁজ দুশোর বেশি। আহত অনেকে। শুরু হয়েছে উদ্ধারকাজ।