বিষধর সাপকে নিয়ে ছেলেখেলা! এমন কাণ্ডই ঘটেছে মধ্যপ্রদেশে। আর পরিণতি মৃত্যু। গলায় কোবরা জড়িয়ে বাইকে বসে কেরামতি দেখাচ্ছিলেন এক ব্যক্তি। আচমকা সেই কোবরার ছোবলে মৃত্যু হল ওই ব্যক্তির। মধ্যপ্রদেশের গুণার ঘটনায় শিউরে উঠেছেন অনেকে। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in।