কাঁওয়ারযাত্রা শুরু হতেই ঘুরেফিরে চলে এসেছে দোকানদারের ধর্মীয় পরিচয় নিয়ে বিতর্ক। উত্তরপ্রদেশের মুজফফরনগরে একটি ধাবার কর্মীকে প্যান্ট খুলে পরিচয় জানতে চাওয়া হয়েছে বলে অভিযোগ। কাঠগড়ায় হিন্দুত্ববাদী সংগঠন। ওই দোকান কর্মী নিজেকে গোপাল পরিচয় দিলেও আধার কার্ডে নাম তাজম্মুল! তাঁর দাবি,'আমার নাম গোপাল রেখেছিলেন মালিক। আসল নাম তাজম্মুল'।