৩-৪ ঘণ্টা বিশ্রাম করেন। এই বয়সে এমন শক্তি আসে কোত্থেকে? এনসিসি ক্যাডেট, এনএসএস ভলান্টিয়ারদের একটি অনুষ্ঠানে এক কিশোরীর এমন প্রশ্নের মুখে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর উত্তরে তিনি জানান,'আপনাদের মতো যুবাদের কাছ থেকেই কাজ করার উৎসাহ পাই। দেশের কৃষক-জওয়ান দেখে মনে বল আসে। সকলেই পরিশ্রম করেন। তাঁদের মতো হওয়ার চেষ্টা করলে ঘুমোনোর অধিকার আর থাকে না'।