পাকিস্তানকে কটাক্ষ করে নমো আরও বলেন, 'এখনও পর্যন্ত তো আমরা কিছুই করিনি। সবে মাত্র কিছু ময়লা সাফ করেছি।তাতেই ওদের ঘাম ছুটছে। সবেমাত্র বাঁধ সংস্কার করতে শুরু করেছি, তাতেই ওখানে বন্যা হয়ে গিয়েছে। আপনি যতোই সুস্বাস্থ্যের অধিকার হন না কেন, একটা কাঁটা ফুটলেও তা আপনাকে বেদনা দেয়। তবে আমরা অঙ্গীকার করেছি এই কাঁটা উপড়ে ফেলবই।' এর পাশাপাশি নরেন্দ্র মোদী সকলকে অনুরোধ করেন, সকলে বিদেশি বস্তু পরিত্যাগ করে দেশি জিনিস ব্যবহার করা শুরু করলে, তবেই 'অপারেশন সিঁদুর' সফল হবে।