'ভয় না থাকলে প্রেম টেকে না'—এই প্রাচীন সত্য কথাটিই পাকিস্তানকে নতুন করে স্মরণ করিয়ে দিল ভারতীয় সেনা। 'অপারেশন সিঁদুর' নিয়ে আজ অর্থাত্ সোমবার সেনার তিন বাহিনীর প্রধান যখন সাংবাদিকদের মুখোমুখি হন, তখন ভারতীয় বায়ুসেনার এয়ার মার্শাল এ কে ভারতী তাঁর বক্তব্য শুরু করেন রামচরিতমানসের বিখ্যাত সেই চরণ দিয়ে— "विनय न मानत जलधि जड़, गए तीनि दिन बीति। बोले राम सकोप तब, भय बिनु होइ न प्रीति।।"