পহেলগাঁও জঙ্গি হামলায় জড়িত এক জঙ্গির বাড়ি বিস্ফোরক দিয়ে উড়িয়ে দিল নিরাপত্তা বাহিনী। অনন্তনাগ জেলার বিজবেহারার গোরি এলাকায় স্থানীয় জঙ্গি আদিল হুসেন থোকারের বাড়ি বিস্ফোরণে উড়ে যায়। আদিল থোকার ওরফে আদিল গুরি নামে ওই জঙ্গির ২২ এপ্রিল বৈসারন উপত্যকায় হামলার পরিকল্পনা ও বাস্তবায়নে পাকিস্তানি জঙ্গিদের সাহায্য করেছিল।