'পাকিস্তানের কাহিনি নিজেদের শিশুদের শোনান। আমরা হিন্দুদের চেয়ে আলাদা। আমাদের ধর্ম আলাদা। আমাদের চিন্তাভাবনা আলাদা। আমাদের পূর্বপুরুষরা লড়াই করেছেন এই দেশ গঠনের জন্য়'। পহেলগাঁওয়ে হামলার কয়েকদিন আগে পাক সেনা প্রধান অসীম মুনিরের সেই ভাষণ ভাইরাল।