নুর খান এয়ারবেসে ভারতীয় প্রত্যাঘাতের কথা স্বীকার করে নিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাদ শরিফ। তিনি জানান,'রাত আড়াইটেয় সেনাপ্রধান অসীম মুনির ফোনে জানান, ভারতীয় মিসাইল হামলা হয়েছে নুর খান এয়ারবেসে'।