'বিকানেরের এই এয়ারবেসের এক চুলও ক্ষতি করতে পারেনি পাকিস্তান। এখান থেকে কয়েক কিলোমিটার দূরে রহিম ইয়ার খান এয়ারবেস। কবে সেই এয়ারবেস খুলবে কেউ জানে না। আইসিইউ-তে পড়ে রয়েছে'। অপারেশন সিঁদুরে পাকিস্তানের এয়ারবেস ধ্বংসের কথা আরও স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।