জলের তলায় প্রয়াগরাজ! কয়েক মাস আগেই যেখানে ত্রিবেণী স্নানের জন্য ছুটে গিয়েছিলেন পুণ্যা্র্থীরা। এর মধ্যেই এক পুলিশ কর্মীর ভিডিও ঘিরে শোরগোল। কখনও বাড়ির দরজায় ইউনিফর্ম পরে গঙ্গাপুজো। পরের ভিডিওয় দারোগার বাড়িতে ঢুকে গিয়েছে গঙ্গার জল। তৃতীয় ভিডিওয় দেখা যাচ্ছে, বাড়ির এক তলা থেকে ঝাঁপ দিচ্ছেন। চতুর্থ ভিডিওয় দুই মেয়েকে নিয়ে বাড়ির ছাদ থেকে ঝাঁপ। প্রয়াগরাজের সাব-ইনস্পেক্টরের এই ৪ ভিডিও এখন ভাইরাল। নাম চন্দ্রদীপ নিষাদ। ভিডিওগুলিতে মিলিয়ন ভিউ।