পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে রাফাল কি ভেঙে পড়েছে? এই প্রশ্নে এয়ার মার্শাল একে ভারতী সাফ জানালেন,'আমাদের সব পাইলট নিরাপদ'। তিনি যোগ করেন,'আমরা এখনও কমব্যাট পরিস্থিতিতে রয়েছি। কিছু বললে শত্রু অ্যাডভান্টেজ পাবে। আমরা কোনও অ্যাডভান্টেজ দিতে চাই না।